দেশের সর্বনিম্ন তাপমাত্রা একদিনের ব্যবধানে কমে ৬.১ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান। তিনি জানান, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। যা আজকে কমে দাঁড়িয়েছে ৬.১ ডিগ্রিতে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোন বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
তিনি আরও জানান, গতকালের তুলনায় কমেছে শৈত্য প্রবাহ। গতকাল দেশের ২৭ জেলায় শৈত্য প্রবাহ থাকলেও আজ কমে দাঁড়িয়েছে ১০ জেলায়। আজ নওগাঁ, মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের আট জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।