বাংলাদেশে সফররত ভারতীয় সাংবাদিক প্রতিনিধিদলকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে ভারতের বিভিন্ন গণমাধ্যমের ৩৬ জন সাংবাদিক অংশ নেন। রবিবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক আইয়ুব ভূঁইয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। ভারতীয় সাংবাদিক প্রতিনিধিদলের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর ও গোয়াহাটি প্রেস ক্লাবের সদস্য জয় গোস্বামী। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি সদস্য ও বাংলাদেশের সিনিয়র সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।