রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে বলে খবর পেয়েছে পুলিশ।
বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২ টার দিকে এই খবর পায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর থানা। বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুসরাত জাহান।
তিনি বলেন, আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকায় অজ্ঞাত এক রিকশাচালকের মরদেহ পড়ে রয়েছে। বিষয়টি নিশ্চিত করতে ঘটনাস্থলে আমাদের টিম যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।