বেতাগী উপজেলার হাই স্কুল সড়কে মোনিরুল ইসলাম লাবুর বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় তিন টনের বেশি ( তিন হাজার তিনশত ৩৩০০কেজি ) সরকারি চাল জব্দ্ করেছেন।
বেতাগী উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরিদ সালেহীন অদ্য ১৮/০৯/২০২২ রোজ রবিবার আনুমানিক বিকাল ৫:০০ঘটিকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মনির হোসেন লাবুর বাড়ির পাশের টিনের ঘরের ভিতরে সরকারি খাদ্য অধিদপ্তরের ৫০ (পঞ্চাশ) কেজির চালের বস্তা থেকে চাল বের করে বিভিন্ন কোম্পানির ২৫/৫০ কেজির বস্তায় ভরে কোম্পানির মতো করে সেলাই করে বাজারজাত করার জন্য প্রস্তূতি চলা কালীন অবস্থায় সরজমিনে জব্দ করেছেন।
এলাকাবাসী জানায় দীর্ঘদিন ধরে মনির হোসেন লাবু অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈধ লাইসেন্স ও কাগজপত্র চাইলে মনির হোসেন লাবু দেখাতে ব্যার্থ হয়।