ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনানীর আবাসিক হোটেলে মিলল ৯৮৪ বোতল বিদেশি মদ গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি বাকেরগঞ্জের বিরঙ্গল দারুসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসাটির বিভিন্ন অনিয়ম রয়েছে গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকরি করেন বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ শুক্রবারও চলবে মেট্রোরেল চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে দু’কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক-১

ক্যামেরার চোখে গায়েব থাকার পোশাক!

নিরাপত্তা ক্যামেরা চিনে নিচ্ছে আপনাকে? এবার এলো এমন এক পোশাক, যা পরলেই আপনি ক্যামেরার চোখে গায়েব হয়ে যাবেন! কি অবাক হচ্ছেন? এটাই সত্যি। চীনে ইতোমধ্যেই এই পোশাক নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। চীনা শিক্ষার্থীরা তৈরি করেছে এমনই এক ‘অদৃশ্য ক্লোক’! যা এড়াতে পারে নিরাপত্তা ক্যামেরার নজরও।

নতুন এই ‘অদৃশ্য ক্লোক’ বা অদৃশ্য পোশাকের পোশাকি নাম ‘ইনভিসডিফেন্স কোট’। যা মানুষের চোখ দিয়ে দেখা যায়, তবে এটি এমন একটি প্যাটার্ন দিয়ে আচ্ছাদিত যা দিনের বেলা ক্যামেরাকে অন্ধ করে দিতে পারে। আবার রাতে ইনফ্রারেড ক্যামেরাকে বোকা বানানোর জন্য রয়েছে তাপ উৎপন্নকারী উপাদান।

ইউহান ইউনিভার্সিটির স্কুল অফ কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ওয়াং ঝেং এ প্রকল্পটির দায়িত্বে ছিলেন। তার তত্ত্বাবধানেই তৈরি হয় এই ‘অদৃশ্য ক্লোক’ বা ‘ইনভিসডিফেন্স কোট’। অধ্যাপক ওয়াং ঝেং বলেন, ‘আজকাল অনেক নজরদারি ডিভাইস মানবদেহ শনাক্ত করতে পারে। রাস্তায় থাকা ক্যামেরাগুলোতেও পথচারীকে শনাক্তকরণ ফাংশন রয়েছে। এছাড়া স্মার্ট গাড়িও পথচারী, রাস্তা এবং বাধা শনাক্ত করতে পারে। তবে আমাদের ইনভিসডিফেন্স ক্যামেরা আপনাকে ক্যাপচার করার অনুমতি দেয়, কিন্তু আপনি মানুষ কি না তা বলতে পারে না।’

প্রফেসর ওয়াং ঝেং আরও বলেছেন, এই ইনভিসডিফেন্স কোটের পৃষ্ঠে একটি বিশেষভাবে ডিজাইন করা ক্যামোফ্লেজ প্যাটার্ন রয়েছে। যা মেশিন ভিশনের স্বীকৃত অ্যালগরিদমে হস্তক্ষেপ করতে পারে। আর সেইভাবেই ক্যামেরাটিকে কার্যত অন্ধ করে দেয়। ফলে ‘ইনভিসডিফেন্স কোট’ পরিধানকারীকে মানুষ হিসেবে চিনতে পারে না ক্যামেরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনানীর আবাসিক হোটেলে মিলল ৯৮৪ বোতল বিদেশি মদ

ক্যামেরার চোখে গায়েব থাকার পোশাক!

আপডেট সময় ০২:৪৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

নিরাপত্তা ক্যামেরা চিনে নিচ্ছে আপনাকে? এবার এলো এমন এক পোশাক, যা পরলেই আপনি ক্যামেরার চোখে গায়েব হয়ে যাবেন! কি অবাক হচ্ছেন? এটাই সত্যি। চীনে ইতোমধ্যেই এই পোশাক নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। চীনা শিক্ষার্থীরা তৈরি করেছে এমনই এক ‘অদৃশ্য ক্লোক’! যা এড়াতে পারে নিরাপত্তা ক্যামেরার নজরও।

নতুন এই ‘অদৃশ্য ক্লোক’ বা অদৃশ্য পোশাকের পোশাকি নাম ‘ইনভিসডিফেন্স কোট’। যা মানুষের চোখ দিয়ে দেখা যায়, তবে এটি এমন একটি প্যাটার্ন দিয়ে আচ্ছাদিত যা দিনের বেলা ক্যামেরাকে অন্ধ করে দিতে পারে। আবার রাতে ইনফ্রারেড ক্যামেরাকে বোকা বানানোর জন্য রয়েছে তাপ উৎপন্নকারী উপাদান।

ইউহান ইউনিভার্সিটির স্কুল অফ কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ওয়াং ঝেং এ প্রকল্পটির দায়িত্বে ছিলেন। তার তত্ত্বাবধানেই তৈরি হয় এই ‘অদৃশ্য ক্লোক’ বা ‘ইনভিসডিফেন্স কোট’। অধ্যাপক ওয়াং ঝেং বলেন, ‘আজকাল অনেক নজরদারি ডিভাইস মানবদেহ শনাক্ত করতে পারে। রাস্তায় থাকা ক্যামেরাগুলোতেও পথচারীকে শনাক্তকরণ ফাংশন রয়েছে। এছাড়া স্মার্ট গাড়িও পথচারী, রাস্তা এবং বাধা শনাক্ত করতে পারে। তবে আমাদের ইনভিসডিফেন্স ক্যামেরা আপনাকে ক্যাপচার করার অনুমতি দেয়, কিন্তু আপনি মানুষ কি না তা বলতে পারে না।’

প্রফেসর ওয়াং ঝেং আরও বলেছেন, এই ইনভিসডিফেন্স কোটের পৃষ্ঠে একটি বিশেষভাবে ডিজাইন করা ক্যামোফ্লেজ প্যাটার্ন রয়েছে। যা মেশিন ভিশনের স্বীকৃত অ্যালগরিদমে হস্তক্ষেপ করতে পারে। আর সেইভাবেই ক্যামেরাটিকে কার্যত অন্ধ করে দেয়। ফলে ‘ইনভিসডিফেন্স কোট’ পরিধানকারীকে মানুষ হিসেবে চিনতে পারে না ক্যামেরা।