ঢালিউডের এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা শাবনাজ। দীর্ঘদিন অভিনয়ে নেই, ফেরার খবরও নেই। জনপ্রিয় এ অভিনেত্রী ফুটবল খেলার ভক্ত। নিয়মিত বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন। তিনি ব্রাজিলের ভক্ত। ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল সম্পর্কে শাবনাজ বলেন, ‘আমার প্রিয় দল সব সময়ই ব্রাজিল। দলটির খেলা সব সময় খুব উপভোগ করি। যদিও ফুটবলে আমি অতটা বিচক্ষণ নই। তবে আমার পুরো পরিবার ফুটবল খেলাকে ভালোবাসে।
বাচ্চাদের বন্ধুদের আমন্ত্রণ জানানো হয় বাসায় খেলা দেখার জন্য। খেলা চলাকালীন তাদের পছন্দের খাবার তৈরি করি। আমার স্বামী নাঈম তো আরও একধাপ এগিয়ে থাকে। বিশ্বকাপের সময়টুকু তার কাছে ঈদের মতোই। নাঈম বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের খেলাই দেখার চেষ্টা করেন। এবারে বিশ্বকাপের খেলাগুলো সত্যিই রোমাঞ্চে ভরা। কোনো দল নিয়ে কোনো প্রেডিকশন কাজ হচ্ছে না। আজ আবার ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলেরই খেলা আছে। পুরো রাতই ফুটবল নিয়ে কাটবে। তবে আমি আশা করি, ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।’