বিশ্বজুড়ে এক উন্মাদনার নাম জ্যাকি চ্যান। ভক্তদের বিনোদন দেওয়ার ক্ষেত্রে যে মানুষটার জুড়ি নেই। দুনিয়াজোড়া খ্যাতি তার। নিজের অভিনয় জীবনে অসংখ্য ব্যবসাসফল ও দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।
তার জনপ্রিয় সিনেমার মধ্যে অন্যতম হল ‘রাশ আওয়ার’ ফ্র্যাঞ্চাইজি। এই ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো এতোটাই দর্শকপ্রিয়তা পেয়েছে যে এখনো মানুষ এই ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছে। অবশেষে ভক্তদের জন্য দারুণ সুসংবাদ নিয়ে এলেন জ্যাকি। ‘রাশ আওয়ার’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা নিয়ে আসার ঘোষণা দিলেন এই তারকা।
সম্প্রতি জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে জ্যাকি চ্যান বলেছেন, “আমরা এখন ‘রাশ আওয়ার’ পার্ট-৪ নিয়ে আলোচনা করছি। এই মুহূর্তে আমার শিডিওল ব্যস্ততা কমেছে। তাই ‘রাশ আওয়ার’-এর চতুর্থ কিস্তি নিয়ে কাজ শুরু করতে চাই। ”
জ্যাকি চ্যান ও ক্রিস টাকার
এরপর তিনি জানান, চিত্রনাট্য নিয়ে চলচ্চিত্র পরিচালকের সাথে আলোচনা চলছে তার। তবে কে সেই পরিচালক, সেই সম্পর্কে কিছু বলেননি জ্যাকি। আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ব্রেট র্যাটনার আগের তিনটি সংস্করণ পরিচালনা করেছিলেন। তবে ২০১৪ সালের পর থেকে র্যাটনার কোনো চলচ্চিত্র পরিচালনা করেননি। ২০১৭ সালে নভেম্বরে অভিনেত্রী অলিভিয়া মুন এবং নাতাশা হেনস্ট্রিজ সহ সাতজন নারী র্যাটনারের বিরুদ্ধে যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তোলেন, যার ফলে বিখ্যাত প্রযোজক সংস্থা ওয়ার্নার ব্রোস র্যাটনারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র নির্মাণের বাইরে থাকলেও ভক্তদের ধারনা চতুর্থ কিস্তি পরিচালনার মাধ্যমে আবারো কাজে ফিরবেন র্যাটনার।
জ্যাকি চ্যান ও ক্রিস টাকার
১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাশ আওয়ার’ চলচ্চিত্রটি মুক্তির পরই ঝড় তোলে বক্স অফিসে। মাত্র ৩৫ মিলিয়ন ডলারে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী ২৪৪ মিলিয়ন ডলার আয় করেছিল। হংকংয়ে জন্মগ্রহণকারী জ্যাকি চ্যানকে ইংরেজি ভাষার অ্যাকশন তারকা হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয় সিনেমাটি। এতে জ্যাকি চানের সঙ্গে আরো অভিনয় করেছেন ক্রিস টাকার। ‘রাশ আওয়ার’-এর দুর্দান্ত সাফল্যের পর ২০০১ ও ২০০৭ সালে আরো দুইটি সিক্যুয়েল আসে সিনেমাটির। এবার চতুর্থ সিক্যুয়েল নির্মাণে হাত দিচ্ছেন সিনেমাটির নির্মাতারা। ভক্তদেরও দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।