বলিউডে খুব অল্প সময়ের মধ্যেই নোরা ফাতেহি নিজের জায়গা করে নিয়েছেন। তাঁর নাচের দক্ষতা, গর্জিয়াস লুক এবং ফ্যাশন স্টেটমেন্টের কারণে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন এই মডেল ও অভিনেত্রী। বর্তমান সময়ের একজন আইকন হিসেবে নোরা এখন দর্শকপ্রিয়তার শীর্ষে। সেই দর্শকপ্রিয়তা বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়েছে।
‘ফিফা বিশ্বকাপ ২০২২’-এ ভারতের প্রতিনিধিত্ব করেছেন নোরা ফাতেহি। ফিফার মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। ফিফার থিম সং গেয়ে পরিবেশন করেছেন তিনি। মাতিয়েছেন বিশ্বকাপের মঞ্চ। কাতার বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ে এ বছর বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন নোরা।
বিশ্বকাপে নোরার উপস্থিতি ও পারফরম্যান্সের পর ভক্তদের মনেও একটাই প্রশ্ন ছিল, নোরা কোন দলকে সমর্থন করেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরাকে প্রশ্ন করা হয়, তিনি এই বিশ্বকাপে কোন দলের সমর্থন করছেন? উত্তরে নোরা জানান, তিনি মরক্কো সমর্থন করছেন। নোরা বলেন, “আমার জন্ম কানাডায় হলেও আমি মরক্কোকে সমর্থন করছি। কারণ আমি একজন মরক্কান। আমার হৃদয়ের সবটুকু জুড়ে মরক্কো। এই টুর্নামেন্টে দলটি দারুণ খেলেছে। আশা করি তারা ফাইনালে উঠবে। ”
অপর একটি প্রশ্নে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কোন খেলোয়ারের সাথে নাচতে চান? উত্তরে নোরা জানান, ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বলেন, “রোনালদোর সাথে ডান্স করতে পারলে মজা হবে। যখন আমি তাকে খেলতে দেখেছিলাম, আমি তার অবিশ্বাস্য ফুটওয়ার্ক দেখে পাগল হয়ে গিয়েছিলাম। তিনি একজন দুর্দান্ত নৃত্যশিল্পী হবেন। ”
বিশ্বকাপের থিম সংয়ে নোরা ফাতেহি
এর আগে নকআউটে মরক্কোর ঐতিহাসিক বিজয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন অভিনেত্রী নোরা ফাতেহি। দল কোয়ার্টার ফাইনালে পৌঁছাতেই আনন্দে আত্মহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি ভক্তদের সাথে শেয়ার করেছেন নোরা। মরক্কোকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে ইনস্টাগ্রামে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। ১০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালের ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে নোরার মরক্কো। দলের জন্য শুভকামনাও জানিয়েছেন অভিনেত্রী।