ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাফলংয়ে স্বপন বাহিনীর তাণ্ডব শহীদ জিয়া গবেষণা পরিষদের আন্তর্জাতিক সম্পাদক ফেরদৌস আহমেদ বোরহানউদ্দিনে র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামী আটক সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন সমন্বয়‌কের বাড়ির দেয়া‌লে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লিখে হুমকি কুমিল্লা চৌদ্দগ্রামে বীরমুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় আটক ৫ ১৬ বছরের জেদ, বিএনপি ক্ষমতায় এলেই চুল কাটবেন সাবু! পর্যটক সীমিত করলেও নির্মাণ হচ্ছে বহুতল ভবনসেন্টমার্টিনে জামালপুরে ফুলকপি ও লাউয়ের মিশ্র চাষে লাভবান আনিস আওয়ামী লীগ ক্ষমতাকে নিজের মনে করে ব্যবহার করেছেন:রংপুরে জামাতের আমীর

বিরল ব্যাধিতে আক্রান্ত গায়িকা সেলিন ডিওন

খুব বিরল একটি স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে নিজের আসন্ন শোগুলো বাতিল করেছে জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী সেলিন ডিওন। জানা গেছে তার এই শারীরিক সমস্যাটি তার কণ্ঠে প্রভাব ফেলছে।  তাই তিনি গানের শোগুলো আপাতত স্থগিত করেছেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা পাঁচ মিনিটের একটি ভিডিওতে আবেগপ্রবণ হয়ে সেলিন বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

তিনি বলেন, “সম্প্রতি আমি ‘স্টিফ পারসন সিনড্রোম’ নামক একটি বিরল স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত হয়েছি। এই রোগটি এক মিলিয়ন মানুষের মধ্যে একজনের হয়ে থাকে। এটি এতটাই বিরল। এটি খিঁচুনি সৃষ্টি করে যা আমার দৈনন্দিন জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কখনো কখনো হাঁটতে গেলেও অসুবিধায় পড়ি আমি।  এছাড়া আমার ভোকাল কর্ডেও সমস্যা তৈরি করছে এটি। তাই আমি নিজের মতো করে গানটুকুও গাইতে পারছি না। ”

kalerkanthoভক্তদের উদ্দেশ্যে বার্তা দেন ডিওন

ভক্তদের উদ্দেশ্যে গায়িকা আরো বলেন, “আজ আপনাদের জানাতে আমার কষ্ট হচ্ছে যে আমি ফেব্রুয়ারিতে আমার ইউরোপ সফর করতে পারব না। আমার শারীরিক অবস্থার উন্নতির জন্য আমার সন্তানেরা এবং ডাক্তারদের একটি দল আমাকে সার্বক্ষনিক নজরদাড়িতে রাখছেন। আমি এই রোগটির কারণে বেশ সংগ্রাম করছি। ”

ইউরোপে ডিওনের বসন্তের সফরটি ফেব্রুয়ারিতে চেক প্রজাতন্ত্রে শুরু হওয়ার কথা ছিল। এটি এখন পিছিয়ে ২০২৪ সালে নেওয়া হয়েছে। এছাড়াও তার ৮টি গ্রীষ্মকালীন শো সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

kalerkantho

‘টাইটানিক’সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’-এর জন্য সেরা গায়িকা হিসেবে অস্কার পেয়েছিলেন সেলিন ডিওন। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই গায়িকার জীবনে এর আগেও অনেক ঝড় এসেছে। ২০১৪ সালে তার স্বামী রেনে অ্যাঞ্জেলিলের ক্যান্সারের সময় নিজের ক্যারিয়ার থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন সেলিন। তার একবছর পর গায়িকা আবার গানের জগতে ফিরে আসেন। কিন্তু ২০১৬ সালে স্বামী অ্যাঞ্জেলিল ও ভাই ড্যানিয়েল ডিওনের মৃত্যুতে তিনি ফের গানের জগত থেকে নিজেকে সরিয়ে নেন। অবশেষে ২০১৯ সালে স্টুডিও অ্যালবাম ‘কারেজ’ নিয়ে প্রত্যাবর্তন করেন গায়িকা। অ্যালবামটিতে তার সঙ্গে আরো গেয়েছেন সিয়া, স্যাম স্মিথ এবং ডেভিড গুয়েটার। এবার নিজেই পড়লেন বিরল ব্যাধিতে!

এদিকে গায়িকার রোগের বিষয়ে জানতে পেরে ভক্ত অনুরাগীরাও তার সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট করে যাচ্ছেন। সকলের প্রত্যাশা, সুস্থ হয়ে আবার নিজের জাগ্রত কণ্ঠে বিশ্ব মাতাবেন ডিওন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাফলংয়ে স্বপন বাহিনীর তাণ্ডব

বিরল ব্যাধিতে আক্রান্ত গায়িকা সেলিন ডিওন

আপডেট সময় ০১:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

খুব বিরল একটি স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে নিজের আসন্ন শোগুলো বাতিল করেছে জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী সেলিন ডিওন। জানা গেছে তার এই শারীরিক সমস্যাটি তার কণ্ঠে প্রভাব ফেলছে।  তাই তিনি গানের শোগুলো আপাতত স্থগিত করেছেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা পাঁচ মিনিটের একটি ভিডিওতে আবেগপ্রবণ হয়ে সেলিন বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

তিনি বলেন, “সম্প্রতি আমি ‘স্টিফ পারসন সিনড্রোম’ নামক একটি বিরল স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত হয়েছি। এই রোগটি এক মিলিয়ন মানুষের মধ্যে একজনের হয়ে থাকে। এটি এতটাই বিরল। এটি খিঁচুনি সৃষ্টি করে যা আমার দৈনন্দিন জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কখনো কখনো হাঁটতে গেলেও অসুবিধায় পড়ি আমি।  এছাড়া আমার ভোকাল কর্ডেও সমস্যা তৈরি করছে এটি। তাই আমি নিজের মতো করে গানটুকুও গাইতে পারছি না। ”

kalerkanthoভক্তদের উদ্দেশ্যে বার্তা দেন ডিওন

ভক্তদের উদ্দেশ্যে গায়িকা আরো বলেন, “আজ আপনাদের জানাতে আমার কষ্ট হচ্ছে যে আমি ফেব্রুয়ারিতে আমার ইউরোপ সফর করতে পারব না। আমার শারীরিক অবস্থার উন্নতির জন্য আমার সন্তানেরা এবং ডাক্তারদের একটি দল আমাকে সার্বক্ষনিক নজরদাড়িতে রাখছেন। আমি এই রোগটির কারণে বেশ সংগ্রাম করছি। ”

ইউরোপে ডিওনের বসন্তের সফরটি ফেব্রুয়ারিতে চেক প্রজাতন্ত্রে শুরু হওয়ার কথা ছিল। এটি এখন পিছিয়ে ২০২৪ সালে নেওয়া হয়েছে। এছাড়াও তার ৮টি গ্রীষ্মকালীন শো সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

kalerkantho

‘টাইটানিক’সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’-এর জন্য সেরা গায়িকা হিসেবে অস্কার পেয়েছিলেন সেলিন ডিওন। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই গায়িকার জীবনে এর আগেও অনেক ঝড় এসেছে। ২০১৪ সালে তার স্বামী রেনে অ্যাঞ্জেলিলের ক্যান্সারের সময় নিজের ক্যারিয়ার থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন সেলিন। তার একবছর পর গায়িকা আবার গানের জগতে ফিরে আসেন। কিন্তু ২০১৬ সালে স্বামী অ্যাঞ্জেলিল ও ভাই ড্যানিয়েল ডিওনের মৃত্যুতে তিনি ফের গানের জগত থেকে নিজেকে সরিয়ে নেন। অবশেষে ২০১৯ সালে স্টুডিও অ্যালবাম ‘কারেজ’ নিয়ে প্রত্যাবর্তন করেন গায়িকা। অ্যালবামটিতে তার সঙ্গে আরো গেয়েছেন সিয়া, স্যাম স্মিথ এবং ডেভিড গুয়েটার। এবার নিজেই পড়লেন বিরল ব্যাধিতে!

এদিকে গায়িকার রোগের বিষয়ে জানতে পেরে ভক্ত অনুরাগীরাও তার সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট করে যাচ্ছেন। সকলের প্রত্যাশা, সুস্থ হয়ে আবার নিজের জাগ্রত কণ্ঠে বিশ্ব মাতাবেন ডিওন।