ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘বুবলীর সুখের সংসারে’ আগুন লাগাচ্ছে তৃতীয়পক্ষ!

এবারের জন্মদিনের (২০ নভেম্বর) কথা বুবলী হয়তো কখনোই ভুলবেন না। ‘হীরার নাকফুল’ উপহারে দিনটা দারুণ আলো ঝলমলে হলে পরবর্তীতে যে অন্ধকারও দেখেছেন নায়িকা। বিশেষ এই দিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে একটি ডায়মন্ডের ‘নাকফুল’ উপহার পেয়ে স্বভাবতই বেশ উৎফুল্ল ছিলেন ‘বসগিরি’ তারকা। সেই খবর গণমাধ্যমেও জানালেন আনন্দের সঙ্গে। তবে সেটাই যে তার জন্য কাল হলো!

বুবলীর ‘হীরার নাকফুল’ পাওয়া নিয়ে অপুর তাচ্ছিল্যের হাসি ভরা পোস্ট এবং পরবর্তীতে শাকিব খানের অস্বীকার যে নায়িকাকে বেশ অস্বস্তিতে ফেলেছে। অপুর পোস্টের জবাব পাল্টা পোস্টে দিয়েছেন বুবলী। এবার শাকিবের কথার জবাবও দিচ্ছেন নীরবতা ভেঙে।

বিষয়টিতে তৃতীয়পক্ষ ইন্ধন যোগাচ্ছে জানিয়ে এই নায়িকার ভাষ্য, ‘কয়েক দিন ধরে তৃতীয় পক্ষে স্ট্যাটাস, আজ শাকিবের বক্তব্য নিয়ে বিষয়টি গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন সেটা। শাকিব খানের এমন আচরণে সন্দেহ হচ্ছে। আমার সন্দেহ হচ্ছে, তৃতীয় পক্ষের একজনের ইন্ধন আছে এখানে। শাকিব খানের ওপর তার পক্ষ থেকে চাপও থাকতে পারে। এসব শাকিব খানের সঙ্গে তাঁর পূর্বের সম্পর্কের মাঠ তৈরির প্রস্তুতি কি না, এটাও ভাবার বিষয়।’

শাকিব ইস্যুতে মুখ খুলবেন জানিয়ে বীরের মা আরও বলেন, ‘শাকিব খানের সঙ্গে বিয়ের আগের ও পরের পুরো বিষয়টি সবার সামনে এখন তুলে ধরা উচিত আমার। মানসিকভাবে বিভিন্নভাবে চাপে রেখে সেই জায়গায়ই নিয়ে যাওয়া হচ্ছে আমাকে। সেসব বিষয় শিগগিরই পরিষ্কার করতে চাই, জানাতে চাই। সেই প্রস্তুতিই নিচ্ছি। এসব মিথ্যাচার আর ভালো লাগছে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বুবলীর সুখের সংসারে’ আগুন লাগাচ্ছে তৃতীয়পক্ষ!

আপডেট সময় ০৩:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

এবারের জন্মদিনের (২০ নভেম্বর) কথা বুবলী হয়তো কখনোই ভুলবেন না। ‘হীরার নাকফুল’ উপহারে দিনটা দারুণ আলো ঝলমলে হলে পরবর্তীতে যে অন্ধকারও দেখেছেন নায়িকা। বিশেষ এই দিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে একটি ডায়মন্ডের ‘নাকফুল’ উপহার পেয়ে স্বভাবতই বেশ উৎফুল্ল ছিলেন ‘বসগিরি’ তারকা। সেই খবর গণমাধ্যমেও জানালেন আনন্দের সঙ্গে। তবে সেটাই যে তার জন্য কাল হলো!

বুবলীর ‘হীরার নাকফুল’ পাওয়া নিয়ে অপুর তাচ্ছিল্যের হাসি ভরা পোস্ট এবং পরবর্তীতে শাকিব খানের অস্বীকার যে নায়িকাকে বেশ অস্বস্তিতে ফেলেছে। অপুর পোস্টের জবাব পাল্টা পোস্টে দিয়েছেন বুবলী। এবার শাকিবের কথার জবাবও দিচ্ছেন নীরবতা ভেঙে।

বিষয়টিতে তৃতীয়পক্ষ ইন্ধন যোগাচ্ছে জানিয়ে এই নায়িকার ভাষ্য, ‘কয়েক দিন ধরে তৃতীয় পক্ষে স্ট্যাটাস, আজ শাকিবের বক্তব্য নিয়ে বিষয়টি গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন সেটা। শাকিব খানের এমন আচরণে সন্দেহ হচ্ছে। আমার সন্দেহ হচ্ছে, তৃতীয় পক্ষের একজনের ইন্ধন আছে এখানে। শাকিব খানের ওপর তার পক্ষ থেকে চাপও থাকতে পারে। এসব শাকিব খানের সঙ্গে তাঁর পূর্বের সম্পর্কের মাঠ তৈরির প্রস্তুতি কি না, এটাও ভাবার বিষয়।’

শাকিব ইস্যুতে মুখ খুলবেন জানিয়ে বীরের মা আরও বলেন, ‘শাকিব খানের সঙ্গে বিয়ের আগের ও পরের পুরো বিষয়টি সবার সামনে এখন তুলে ধরা উচিত আমার। মানসিকভাবে বিভিন্নভাবে চাপে রেখে সেই জায়গায়ই নিয়ে যাওয়া হচ্ছে আমাকে। সেসব বিষয় শিগগিরই পরিষ্কার করতে চাই, জানাতে চাই। সেই প্রস্তুতিই নিচ্ছি। এসব মিথ্যাচার আর ভালো লাগছে না।’