লক্ষ্মীপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং পলাতক খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় জেলা শহরের ঝুমুর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ‘গণঅভ্যুত্থানের ছয় মাস পরেও বিপ্লবীদের শহীদ হতে হচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের হাতে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ব চাই। আমরা শহীদ ভাইয়ের সামনে শপথ নিচ্ছি যে আওয়ামী ফ্যাসিবাদের কবর নিশ্চিত না হওয়া পর্যন্ত থামব না।”