সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে আইনের সাথে সংঘাতে জড়িত ০১ (এক) জন শিশু গ্রেফতার ।
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার এএসআই মোঃ আব্দুর রউফ, এ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে
জিআর-০৯/২৪(মধ্যনগর) ধারা-THE SPECIAL POWER ACT-1974 -25B(1)(b)(2)/25D,এর ওয়ারেন্ট ভূক্ত আইনের সাথে জড়িত শিশু মোঃ আবু সাঈদ (১৪), পিতা-মোঃ শামছু উদ্দিন, সাং-হোসেনপুর, থানা-মধ্যনগর, থানা এলকা হইতে আটক করা হয় । পরবর্তীতে আটককৃত শিশু মোঃ আবু সাঈদ (১৪) কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ বিচারক শিশু আদালত সুনামগঞ্জে প্রেরন করা হয়েছে।