ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ভাবে গোয়াইনঘাট নদীর পার থেকে গড়ে তোলা হচ্ছে ভবন জুলাই অভ্যুত্থানে শাহবাগের সবচেয়ে বড় মিছিল ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের – বাকের সাদ্দাম-ইনানসহ ঢাবি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১২৮ জন বহিষ্কার জাবির ৬ নং ছাত্র হল প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জবির দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করল ঢাবি কুবিতে নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গফরগাঁয়ে মাটিকাটা নিয়ে যুবদলের দুই গ্রুপের দ্বন্দ্ব, নিহত ১ একাত্তরে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতা পাইনি -আমির ডা. তাহের নারায়ণগঞ্জে মাদক নিয়ন্ত্রন কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা কেশবপুর খ্রিস্টান মিশন থেকে তিন পাহাড়ি মেয়েকে উদ্ধার করেছে সেনাবাহিনী 

জামালপুরে ছাত্রশিবিরের প্রকাশনা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

  • জাকিরুল ইসলাম বাবু
  • আপডেট সময় ১১:১৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) এ আয়োজনের উদ্বোধন করা হয়, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের নববর্ষ উপলক্ষে প্রকাশিত বিভিন্ন বই, স্টিকার, ক্যালেন্ডার, শিশুতোষ বই, সাহিত্য, বিজ্ঞান ও ইসলামিক বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীরা এসব বইয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছেন এবং নিজেদের পছন্দের বই সংগ্রহ করছেন।

অন্যদিকে, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এখানে ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার ও ব্লাড সুগার চেকআপের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, প্রকাশনা উৎসব ও মেডিকেল ক্যাম্প ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা বই কিনছেন, চিকিৎসা সেবা নিচ্ছেন এবং আয়োজকদের প্রশংসা করছেন।

জামালপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন,
ছাত্রশিবির বরাবরই শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই আয়োজনের মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জামালপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আসাদুল ইসলাম বলেন,
ছাত্রশিবির শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সামসুদ্দিন সুলাইমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের আদর্শ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবার মতো মানবিক উদ্যোগ গ্রহণ করেছি। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোমেনশাহী অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু একটি সংগঠন নয়, এটি সমাজের কল্যাণে কাজ করছে। তাদের ইতিবাচক কাজ বাংলাদেশের মানুষের মাঝে ভালো প্রভাব ফেলেছে।

সরকারি আশেক মাহমুদ কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সানজিদা সঞ্জু বলেন, ছাত্রশিবিরের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রকাশনা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে, আর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অনেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন। আমি মনে করি, এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।

সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবির হাসান বলেন, ইসলামী ছাত্রশিবিরের এ উদ্যোগ প্রশংসনীয়। তারা যদি প্রতিবছর এ কার্যক্রম চালিয়ে যায়, তাহলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অনেক উপকার হবে।

এ আয়োজনে উপস্থিত ছিলেন মুহাম্মদ নাঈম সরকার, সাইম, সানজিদা সঞ্জু, আবির হাসানসহআরও অনেকে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এ ধরনের ইতিবাচক কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি করছে এবং মানবসেবার অনুপ্রেরণা দিচ্ছে।ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ভাবে গোয়াইনঘাট নদীর পার থেকে গড়ে তোলা হচ্ছে ভবন

জামালপুরে ছাত্রশিবিরের প্রকাশনা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

আপডেট সময় ১১:১৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) এ আয়োজনের উদ্বোধন করা হয়, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের নববর্ষ উপলক্ষে প্রকাশিত বিভিন্ন বই, স্টিকার, ক্যালেন্ডার, শিশুতোষ বই, সাহিত্য, বিজ্ঞান ও ইসলামিক বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীরা এসব বইয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছেন এবং নিজেদের পছন্দের বই সংগ্রহ করছেন।

অন্যদিকে, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এখানে ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার ও ব্লাড সুগার চেকআপের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, প্রকাশনা উৎসব ও মেডিকেল ক্যাম্প ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা বই কিনছেন, চিকিৎসা সেবা নিচ্ছেন এবং আয়োজকদের প্রশংসা করছেন।

জামালপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন,
ছাত্রশিবির বরাবরই শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই আয়োজনের মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জামালপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আসাদুল ইসলাম বলেন,
ছাত্রশিবির শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সামসুদ্দিন সুলাইমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের আদর্শ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবার মতো মানবিক উদ্যোগ গ্রহণ করেছি। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোমেনশাহী অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু একটি সংগঠন নয়, এটি সমাজের কল্যাণে কাজ করছে। তাদের ইতিবাচক কাজ বাংলাদেশের মানুষের মাঝে ভালো প্রভাব ফেলেছে।

সরকারি আশেক মাহমুদ কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সানজিদা সঞ্জু বলেন, ছাত্রশিবিরের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রকাশনা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে, আর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অনেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন। আমি মনে করি, এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।

সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবির হাসান বলেন, ইসলামী ছাত্রশিবিরের এ উদ্যোগ প্রশংসনীয়। তারা যদি প্রতিবছর এ কার্যক্রম চালিয়ে যায়, তাহলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অনেক উপকার হবে।

এ আয়োজনে উপস্থিত ছিলেন মুহাম্মদ নাঈম সরকার, সাইম, সানজিদা সঞ্জু, আবির হাসানসহআরও অনেকে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এ ধরনের ইতিবাচক কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি করছে এবং মানবসেবার অনুপ্রেরণা দিচ্ছে।ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।