লাখাই উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ৫নং করাব,৩নং মুড়িয়াউক,৬নং বুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতভর কৃষি জমির মাটি কাটা চলছে মহোৎসব। স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার প্রভাবশালীরা বিভিন্ন ইউনিয়নে পরিবেশ আইন অমান্য করে প্রতিদিন রাতভর কৃষি জমি উপরিভাগের মাটি কেটে সরবরাহ করে বিক্রি করছে উপজেলার গ্রামের বসত ভিটা , হাট বাজারে দোকানপাঠের মলিকদের কাছে। ফলে কৃষি জমির উর্বরতা শক্তি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও হুমকির মুখে পড়েছে । পরিবেশ আইন অনুযায়ী কৃষি জমি মাটি কাটা দন্ডনীয় অপরাধ । কৃষি বিদদের মতে , জমির উপরিভাগের চার থেকে ছয় ইনচি গভীর মাটিতেই মূল পুষ্টি গুণ থাকে । মাটির এই স্তর কেটে নেওয়ার জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে । এ জন্য অতিরিক্ত সার প্রয়োগ করে ও কাঙ্খিত ফলন পাওয়া যাবে না । এতে সারের পেছনে কৃষকের অতিরিক্ত খরচ করতে হবে । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে , সাধারণত একখানি জমিতে প্রায় ৩৫ কেজি ইউরিয়া সার দিতে হয় । কিন্তু টপ সয়েল কেটে নেওয়া জমিতে এর দ্বিগুণ সার দিতে হয়, ফলন ও স্বাভাবিকের চেয়ে কম হবে । এ ভাবে মাটি কাটা অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষি জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে। খুঁজ নিয়ে জানা যায়, ৬নং বুল্লা ইউনিয়নের হাওর এলাকায় রাতভর ফসলি জমি থেকে এক্সকেভেটর ( ভেকু) দিয়ে গভীর করে মাটি কেটে নিয়ে যাচ্ছে ভূমি দস্যুরা । তাদের পেছনে কোনো অদৃশ্য শক্তি রয়েছে বলে এলাকায় চলছে নানা সমালোচনা । বুল্লা ইউনিয়নের কৃষক মোঃ সায়েম মিয়া বলেন , আমার ১খানি জমি,আমাকে লোভ দেখিয়ে ১০হাজার টাকা দিয়ে সম্পূর্ণ মাটি নিয়ে ৬০ হাজার টাকায় বিক্রি করেছে প্রভাবশালী জৈনিক ব্যক্তি, এখন এই জমিতে চাষ করতে আমার অনেক টাকা খরচ হয়েছে , ১ বস্তা সার প্রয়োগ করছি,কিন্তু ধানের চারা গাছের কোন ফলন দেখছি না। টমটম চালক জাবেল মিয়া বলেন, পাওয়ার ট্রলি , ট্রাক্টর দিয়ে মাটি বহনের ফলে পথচারী গ্রামীণ সড়ক সহ পাকা সড়ক গুলো অনেক ক্ষতি হচ্ছে । অত্র ইউনিয়নের সচেতন লোক জন নিষেধ করলেও ভূমি দস্যুরা এসব কথা শুনতে নারাজ। চলতি মৌসুমে দেদারসে হাট-বাজার দোকান পাঠ ও বাসাবাড়ি বিট বরাট চলছে । এনিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ থাকলেও প্রভাবশালীদের হুমকি ধামকি ভয় দেখিয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না । দুই ফসলি কৃষি জমি ও বিভিন্ন তরিতরকারি ফসল উৎপাদন হলেও জমির মালিকের নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে মাটি কেটে নিচ্ছে ভূমি দস্যুরা। সমাজের সচেতন মহল মনে করেন, প্রশাসন চাইলে অবৈধ ভাবে মাটি কাটা বন্ধ করতে পারে । কিন্তু তারা এ গুলো বন্ধ করতে ইচ্ছুক নয় । এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ বলেন ,আমি এই বিষয়টা খুঁজ নিয়ে দেখবো।
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে চলছে মাটি কাটার মহোৎসব দেখার যেন কেউ নেই
-
এম ইয়াকুব হাসান অন্তর
- আপডেট সময় ১১:০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- ৫৩৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ