গাইবান্ধায় ৫৩ তম শীতকালীন জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির
আয়োজনে জেলা পর্যায়ের প্রতিযোগিতা ১২ ফেব্রুয়ারী, ২০২৫খ্রি. গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন (শিক্ষা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ও গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব। এছাড়াও সহকারী জেলা শিক্ষা অফিসার খান মোহাম্মদ সাইফুল ইসলাম সহ উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রবিউল ইসলাম রোকন, তৌহিদুল ইসলাম খসরু, শরিফুল ইসলাম প্রমুখ। জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টের মধ্যে সাইক্লিং ছিল অত্যন্ত প্রাণবন্ত। সাইক্লিং-এ জেলা পর্যায়ে গাইবান্ধা সদর উপজেলার আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রাইয়ান হাসান মন্ডল হিমেল ১ম স্থান অধিকার করেন। বিজয়ীদের পুরষ্কার বিতরণ সহ জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরে সনদপত্র প্রদান করা হয়। জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগমের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। জেলা পর্যায়ে বিজয়ীদের পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।