বান্দরবান জেলার আলীকদমে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি ।
আজ বুধবার ১২ ফেব্রুয়ারি কলেজের নিজস্ব জমিতে নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান মানিক, আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দীন, উপজেলা বিএনপি আহ্বায়ক মাশুক আহমেদ, যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিরীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, কলেজের জমিদাতা মোঃ এরশাদ মিয়া, মোঃ আনছার আলী, মোঃ নুর হোসেন ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষা ছাড়া অন্যকোনো উন্নয়ন আশা করা যায় না, একমাত্র শিক্ষাই আলোকিত সমাজ ও রাষ্ট্র গড়তে পারে। দীর্ঘদিন পর আলীকদম কলেজ প্রতিষ্ঠার স্থানীয় উদ্যোগের সাথে জেলা প্রশাসন পাশে দাঁড়িয়েছে। এসময় তিনি আলীকদম কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণে ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।