চাঁপাইনবাবগঞ্জের যৌতুকের দাবিতে নির্যাতন করে এক নারীকে হত্যায় জড়িতদের আটক করে বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বিকেলে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, গতবছরের ২২ আগষ্ট শশুরবাড়িতে মারধর করে ব্যাপক নির্যাতনের পর জোরপূর্বক বিষ খাইয়ে হত্যা করা হয় জেলা শহরের চরজোতপ্রতাপ এলাকার নাজিম উদ্দীনের মেয়ে সুমাইয়া খাতুনকে। ঘটনার পর ১৭ অক্টোবর নিহত সুমাইয়া খাতুনের মা ফাতেমা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলার আসামী করা হয় নিহতের স্বামী, শশুর-শাশুড়ীসহ ৬ জনকে। আসামীদের দ্রুত আটক করে আইনের আওতায় নিয়ে না আসলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত সুমাইয়া খাতুনের মা ফাতেমা বেগম, সাবেক ইউপি সদস্য সেলিম রেজা, স্থানীয় বাসিন্দা সাইরুল ইসলাম, সাদ্দাম হোসেন, মামা ইয়াকুব আলীসহ অন্যান্যরা। গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাসার জানান, প্রধান আসামী ছাড়া বাকিরা উচ্চ আদালতে জামিন নিয়েছিল। আসামীদের ধরতে কাজ করছে পুলিশ। শীগ্রই আসামীদের আটক করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় ০৭:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- ৫২১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ