বুধবার দুপুরে ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদ মাঠে জনসভায় বিগত ১৬ বছরে তিনি দেশের বাড়িতে আসতে পারেননি জনগণের সামনে এ কথা বলেন, জুলাই আগস্ট এর বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার পেছনে থেকে কাজ করেছিলেন ১৬ টি বছর আমি দেশের বাড়িতে আসতে পারিনি মামলা দিয়ে হয়রানি করেছে বলেন জামাল কামাল উদ্দিন মোল্লা
আমি একমাত্র বিএনপির নেতা বলে আমাকে মামলা দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে অনেক হেনস্থা করেছে আওয়ামী লীগের দোসরা এখন তারা সবাই পলাতক দেশে খারাপ কাজ করছে বলেই সবাই এখন তারা পলতাক ১৬টি বছর শিবচরের মানুষকে মিথ্যা মামলা দিয়ে অস্ত্র হাতে দিয়ে জেল খাটিয়েছে নিরীহ মানুষকে, অনেক মানুষকে তারা হত্যা করেছে
শিবচরের মাটিতে এরকম অন্যায় কাজ আর করতে দেওয়া হবে না বললেন বিএনপির আহবায়ক জামান কামাল নুরুদ্দিন মোল্লা তিনি আরো হুঁশিয়ারি করে দেন সবাইকে শিবচরে কোন অরাজগতা সৃষ্টি করলে কারো বাড়িঘর থাকবে না অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না সবাই পালিয়ে থেকে দেশের মধ্য ষড়যন্ত্র শুরু করেছে এবং মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করছে, যারা এরকম বিভ্রান্তি করে তাদেরকে এই দেশের মাটিতে ঠাই হবে না। জনসভায় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক শাহজাহান হোসেন সাজু মোল্লা, জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সাবেক কমিশনার শাহাদাত হোসেন খান, বিএনপি নেতা আজমল হোসেন খান, বিএনপি নেতা শহীদ হোসেন যুবদলের নেতা ইউনুস গোমস্তা,আরো অনেকে।