ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল শ্রীমঙ্গলে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ইসলামী আন্দোলন কাচিয়া ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত মাগুরায় বিচার চাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে প্রবাসী পরিবার ঢাকাস্থ্য মুন্সিরহাট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাংশায় বর্ষিয়ান কবি ও প্রাবন্ধিক আবদুল মান্নানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর লেবুতলা ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল নোয়াখালী বেগমগঞ্জের কাদিরপুরে বিএনপির ইফতার মাহফিল শ্রীপুর গোসিংগা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শরীয়তপুরের জাজিরা দুর্ঘটনায় যুবক নিহত

জবিতে অনলাইন সার্টিফিকেট এটেস্টেশন সুবিধা পাচ্ছেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চালু হয়েছে অনলাইন ‘সার্টিফিকেট এটেস্টেশন’ বা সনদপত্র সত্যায়নকরণ সেবা। অনলাইনে আবেদন করেই এই সেবা নিতে পাচ্ছেন শিক্ষার্থীরা। এতে কমেছে ভোগান্তি, স্বস্তিতেই সেবা পাচ্ছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত অনলাইনে আবেদন করে ২৭ জন শিক্ষার্থী এই সেবা নিয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, অনলাইন এটেস্টেশন সেবার মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করে তাদের সনদপত্রগুলো সত্যায়ন করে নিতে পারেন। এর আগে শিক্ষার্থীদের বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আবেদন করতেন, তাদের সনদপত্র সত্যায়িত করতে নানান অসুবিধার মধ্যে পড়তে হতো। এখন অনলাইন সেবার মাধ্যমেই শিক্ষা মন্ত্রণালয় হতে সনদপত্র সত্যায়ন করা যায়, যা দিয়ে একজন শিক্ষার্থী সহজেই বাইরের দেশে উচ্চশিক্ষার জন্য আবেদনের কাজগুলো সম্পন্ন করতে পারেন।

গত বছরের ১০ ডিসেম্বর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই সেবা চালু হয়েছে। সারাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরের মতো এই বিশ্ববিদ্যালয়েও অ্যাটেস্টেশন সেবা চালু হয়। এই সেবা পেতে একজন শিক্ষার্থীকে সনদপত্র সত্যায়নের জন্য নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হয়। পরবর্তীতে সেই আবেদনপত্র বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয় এবং সেখান থেকে যাবতীয় কার্যাবলী সম্পন্ন হলে শিক্ষার্থীরা এই সুবিধা নিতে পারেন।

সংশ্লিষ্টরা বলছেন, উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে সনদ যাচাইয়ের জন্য গেলে সত্যায়িত সনদের প্রয়োজন হয়। অনলাইনে সনদ সত্যায়িত করা থাকলে তা সহজেই যাচাই করা যায়। এতে শিক্ষার্থীদের আর ভোগান্তি পোহাতে হয়না। এই সেবা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা এসব ভোগান্তি থেকে রেহায় পাবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক আফরুজা বেগম বলেন, আমরা গত বছরের শেষ হতে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে সনদপত্র সত্যায়ন করার সেবা দিতে শুরু করেছি। এরজন্য আমিসহ মোট তিন জন কাজ করছি। এখন পর্যন্ত ৩৭ জন শিক্ষার্থী আমাদের কাছে আবেদন করেছেন। এরমধ্যে ২৭ জন শিক্ষার্থীকে আমরা মন্ত্রণালয় হতে প্রাপ্ত সত্যায়িত সনদপত্র প্রদান করেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম পিএইচডি বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য যত পদক্ষেপ আসবে আমরা তা বাস্তবায়ন করবো। আমরা চাই শিক্ষার্থীদের স্বস্তি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

জবিতে অনলাইন সার্টিফিকেট এটেস্টেশন সুবিধা পাচ্ছেন শিক্ষার্থীরা

আপডেট সময় ০৫:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চালু হয়েছে অনলাইন ‘সার্টিফিকেট এটেস্টেশন’ বা সনদপত্র সত্যায়নকরণ সেবা। অনলাইনে আবেদন করেই এই সেবা নিতে পাচ্ছেন শিক্ষার্থীরা। এতে কমেছে ভোগান্তি, স্বস্তিতেই সেবা পাচ্ছেন শিক্ষার্থীরা। এখন পর্যন্ত অনলাইনে আবেদন করে ২৭ জন শিক্ষার্থী এই সেবা নিয়েছেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, অনলাইন এটেস্টেশন সেবার মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করে তাদের সনদপত্রগুলো সত্যায়ন করে নিতে পারেন। এর আগে শিক্ষার্থীদের বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আবেদন করতেন, তাদের সনদপত্র সত্যায়িত করতে নানান অসুবিধার মধ্যে পড়তে হতো। এখন অনলাইন সেবার মাধ্যমেই শিক্ষা মন্ত্রণালয় হতে সনদপত্র সত্যায়ন করা যায়, যা দিয়ে একজন শিক্ষার্থী সহজেই বাইরের দেশে উচ্চশিক্ষার জন্য আবেদনের কাজগুলো সম্পন্ন করতে পারেন।

গত বছরের ১০ ডিসেম্বর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই সেবা চালু হয়েছে। সারাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরের মতো এই বিশ্ববিদ্যালয়েও অ্যাটেস্টেশন সেবা চালু হয়। এই সেবা পেতে একজন শিক্ষার্থীকে সনদপত্র সত্যায়নের জন্য নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হয়। পরবর্তীতে সেই আবেদনপত্র বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয় এবং সেখান থেকে যাবতীয় কার্যাবলী সম্পন্ন হলে শিক্ষার্থীরা এই সুবিধা নিতে পারেন।

সংশ্লিষ্টরা বলছেন, উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে সনদ যাচাইয়ের জন্য গেলে সত্যায়িত সনদের প্রয়োজন হয়। অনলাইনে সনদ সত্যায়িত করা থাকলে তা সহজেই যাচাই করা যায়। এতে শিক্ষার্থীদের আর ভোগান্তি পোহাতে হয়না। এই সেবা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা এসব ভোগান্তি থেকে রেহায় পাবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক আফরুজা বেগম বলেন, আমরা গত বছরের শেষ হতে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে সনদপত্র সত্যায়ন করার সেবা দিতে শুরু করেছি। এরজন্য আমিসহ মোট তিন জন কাজ করছি। এখন পর্যন্ত ৩৭ জন শিক্ষার্থী আমাদের কাছে আবেদন করেছেন। এরমধ্যে ২৭ জন শিক্ষার্থীকে আমরা মন্ত্রণালয় হতে প্রাপ্ত সত্যায়িত সনদপত্র প্রদান করেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম পিএইচডি বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য যত পদক্ষেপ আসবে আমরা তা বাস্তবায়ন করবো। আমরা চাই শিক্ষার্থীদের স্বস্তি।