যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও একইসাথে ২০১৯-২০ সেশনের স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান, আলোচনা সভা,কেক কাটা ও বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারী) যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ২য় বর্ষের শিক্ষার্থী রাবেয়া সুলতানা শান্তা ও ৩য় বর্ষের শান্তা সেনের যৌথ সঞ্চালনায় শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক ও স্বাগত বক্তব্য প্রদান করেন জিইবিটি বিভাগের অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুসাইন আল মামুন এবং জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম।
বিভাগটির নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মুনতাসির রহমান আবিদ। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন পল্লব সিংহ। আলোচনার শুরুতেই বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আলোচনা শেষে বিভাগের সকলে মিলে কেক কাটা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিইবিটি বিভাগের অধ্যাপক ড. এ এম স্বরাজ,সহযোগী অধ্যাপক ড. আব্দুর রউফ সরকার,সহযোগী অধ্যাপক ড. এস এম খালেদুর রহমান,অধ্যাপক ড. এ এম স্বরাজ,লেকচারার ড. সাইফুল্লাহ, লেকচারার উমামা খান সহ বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা।