শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে পদ্মা নদী থেকে তিন চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে পদ্মা নদী থেকে চাঁদাবাজিকালে তাদের আটক করা হঅয়।
জানা যায়, নৌপথে চাঁদাবাজি রোধে নৌ পুলিশের কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা প্রায় ১০০টি বাল্কহেডে কন্ট্রোল রুমসহ বিভিন্ন দপ্তরের মোবাইল নম্বর বিতরণ করেন। এর ফলে বাল্কহেডের সুকানীরা চাঁদাবাজদের বিষয়ে পুলিশের কাছে সরাসরি তথ্য প্রদান করতে সক্ষম হন।
এসময় মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. ববুল হাশেমের নেতৃত্বে এসআই এনামুল হক ও সংগীয় ফোর্সের সহযোগিতায় পদ্মা নদীর কুন্ডের চর লাল বয়া ও নীল বয়ার মাঝামাঝি এলাকা থেকে তিন চাঁদাবাজকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, আলী আকবর ফকির (৩২), পিতা ইউনুস ফকির, সাং কাজিয়ারচর, থানা জাজিরা, জেলা শরীয়তপুর। মো. হুমায়ুন তালুকদার (৩২), পিতা কাদের তালুকদার, সাং বেড়াচাকি, থানা সখিপুর, জেলা শরীয়তপুর। ৩। আল আমিন গাজী (৩২), পিতা সিরাজ গাজী, সাং হইচোন, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জ।
মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. আবুল হাশেম জানান, নৌ পুলিশের এ অভিযানে পদ্মা নদীতে চলাচলকারী বাল্কহেড মালিক ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে।