ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন পবিপ্রবিতে বিএনসিসির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পাঁচবিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গরু ব্যবসায়ীর টাকা খোয়া ৫ আগস্টের পর বিএনপির জনসমর্থন কমে গেছে- সরোয়ার আলম খান গোয়াইনঘাটে সড়কের পাশে মিললো যুবকের মৃতদেহ গোয়াইনঘাট পশ্চিম জাফলং ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদক দ্রব্যসহ আটক ১ জামালপুরে ডিসি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতার ভাতিজা গ্রেপ্তার পরকীয়া-টাকা লেনদেনের জেরে দিনমজুর কে হত্যা,মা মেয়ে আটক ইবিতে “নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব” শীর্ষক আলোচনা সভা

আলীকদমে অপ্রাপ্তবয়স্ক টমটম চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা

বান্দরবানের আলীকদম উপজেলায় অতিরিক্ত গতিতে টমটম চালানো,অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে টমটম পরিচালনা এবং রাস্তায় যানজট তৈরি করার বিরুদ্ধে বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। সম্প্রতি এক টমটম দুর্ঘটনায় এক অল্পবয়সী কন্যাশিশুর মৃত্যু ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়। এ পরিস্থিতিতে প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়।

সোমবার (১৭ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় আলীকদম থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কম বয়সী টমটম চালকদের আটক করা হয়। পরবর্তীতে তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এ অভিযানে মোট ০৬ জন চালকের মুচলেকা নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, অপ্রাপ্তবয়স্কদের দিয়ে টমটম চালানো এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সম্প্রতি এক টমটম দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু ঘটায় এলাকাবাসী উদ্বিগ্ন। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, অপ্রাপ্তবয়স্কদের টমটম চালানো এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। প্রশাসনের এ ধরনের অভিযান রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি আলীকদম উপজেলায় টমটম দুর্ঘটনায় এক অল্পবয়সী কন্যাশিশুর মৃত্যু ঘটায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় স্থানীয়রা টমটম চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। প্রশাসনের এ অভিযানকে সেই দাবির পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন

আলীকদমে অপ্রাপ্তবয়স্ক টমটম চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা

আপডেট সময় ০৯:১৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

বান্দরবানের আলীকদম উপজেলায় অতিরিক্ত গতিতে টমটম চালানো,অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে টমটম পরিচালনা এবং রাস্তায় যানজট তৈরি করার বিরুদ্ধে বিশেষ সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। সম্প্রতি এক টমটম দুর্ঘটনায় এক অল্পবয়সী কন্যাশিশুর মৃত্যু ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়। এ পরিস্থিতিতে প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়।

সোমবার (১৭ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় আলীকদম থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কম বয়সী টমটম চালকদের আটক করা হয়। পরবর্তীতে তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এ অভিযানে মোট ০৬ জন চালকের মুচলেকা নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, অপ্রাপ্তবয়স্কদের দিয়ে টমটম চালানো এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সম্প্রতি এক টমটম দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু ঘটায় এলাকাবাসী উদ্বিগ্ন। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, অপ্রাপ্তবয়স্কদের টমটম চালানো এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। প্রশাসনের এ ধরনের অভিযান রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি আলীকদম উপজেলায় টমটম দুর্ঘটনায় এক অল্পবয়সী কন্যাশিশুর মৃত্যু ঘটায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় স্থানীয়রা টমটম চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। প্রশাসনের এ অভিযানকে সেই দাবির পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।