বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) নৌ শাখা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স কক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ক্যাডেট রামিম রুহুল উল্লাহর সঞ্চালনায় এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. আব্দুল মালেক, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, কৃষি অনুষদের এগ্রোনমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ, ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ও সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম।
এসময় বক্তারা রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এসময় বক্তারা বলেন, রোজাদারদের জন্য রাইয়ান নামক এমন একটি দরজা রয়েছে জান্নাতে, যা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। এই রোজার শিক্ষা হলো, সংযম করার মাধ্যমে এমন কিছু করা যা সমাজকে উন্নত করবে, মানুষের ভালোর জন্য কাজ করবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর দোয়া পরিচালনা করেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।