রংপুর, ১৫ মার্চ ২০২৫: পাবনা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন “পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর” এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দিয়েছে। একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ও ইফতার মাহফিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে ছিলেন প্রফেসর ড. মোঃ মতিউর রহমান (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ), মোছাঃ শিউলী আক্তার (সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ) এবং মোঃ ফয়সাল ই আলম (সহকারী অধ্যাপক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ)। এছাড়াও, বিভিন্ন ব্যাচের ছাত্র উপদেষ্টারা অনুষ্ঠানে উপস্থিত থেকে নবগঠিত কমিটির প্রতি তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সোহানুর রহমান (PAD 12) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: রমজান আলী (AIS 14)। তাদের নেতৃত্বে আগামী এক বছর সংগঠনটি পরিচালিত হবে। এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনিছুর রহমান (GDS 12) এবং সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আবু বকর, সাখাওয়াত হোসেন ও শান্ত কুমার।
নতুন কমিটিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শিহাব চৌধুরী ও মো: নিয়ামত উল্লাহ ইমন। কোষাধ্যক্ষ পদে এসএম ইফতেখার, দপ্তর সম্পাদক হিসেবে মো: ইয়াছিন মাহবুব রিয়াদ এবং প্রচার সম্পাদক হিসেবে মাসফিকুল হাসান (DM 15) নির্বাচিত হয়েছেন। এছাড়া, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর সুমন, ছাত্রী বিষয়ক সম্পাদক কাকলি কলি পাল, ক্রীড়া সম্পাদক জিকুরুল্লাহ পারভেজ জয় এবং সাংস্কৃতিক সম্পাদক মহিলুন ইসলাম শিহাব।
নতুন কমিটির ঘোষণা অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত সভাপতি সোহানুর রহমান বলেন, “পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে। এই সংগঠন শুধু একটি পরিচিতির জায়গা নয়, বরং এটি আমাদের ঐক্যের প্রতীক। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর এই সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা করবে।”
সাধারণ সম্পাদক মো: রমজান আলী বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় একটি দায়িত্বও। পাবনা জেলার শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে আমরা কাজ করব এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকব। আশা করি, সবাই আমাদের সহযোগিতা করবেন।”
অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীরা এই আয়োজনকে অত্যন্ত প্রাণবন্ত বলে অভিহিত করেন। তারা বলেন, পাবনার শিক্ষার্থীদের জন্য এই সংগঠন একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বন্ধুত্ব, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ পাওয়া যায়।
অনুষ্ঠানের শেষ অংশে একসঙ্গে ইফতার অনুষ্ঠিত হয়। ইফতারের সময় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয় এবং সবাই একসঙ্গে মিলেমিশে সময় কাটান। শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহ দেখে উপদেষ্টারা সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনকে আরও গতিশীল করার জন্য নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।
এই আয়োজনে নতুনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রবীণদের সহযোগিতার মাধ্যমে পাবনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আরও একটি সফল আয়োজন সম্পন্ন করল। ভবিষ্যতে সংগঠনটি শিক্ষার্থীদের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।