লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করা ও অন্যান্য ফসলি জমি নষ্ট করার অপরাধে মো. হানিফ নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন৷
দণ্ডপ্রাপ্ত হানিফ ওই এলাকার নেছার আহমেদের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকতা জামশেদ আলম রানা জানান, ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করা ও অন্যান্য ফসলি জমি নষ্ট করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে হানিফের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুরে ফসলি জমির মাটি কাটায় অর্থদন্ড
-
আসাদুল ইসলাম শ্রাবন, লক্ষ্মীপুর প্রতিনিধি
- আপডেট সময় ০৮:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- ৫১৭ বার পড়া হয়েছে