আধ্যাত্মিক ময়দানে ইসলাম প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখায় “সবার খবর সেরা সম্মাননা- ২০২৫”
পেয়েছেন প্রখ্যাত আলেম বুযুর্গ হযরত মাওলানা
আবুল বাশার পীরছাহেব শাহতলী।
গতকাল ৪ ঠা ফেব্রুয়ারী রাজধানীর মতিঝিলের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সম্মাননা পদক তুলে দেন। পদক গ্রহণ করেন পীরছাহেবের ছেলে ও খলিফা মাওলানা জাফর আহমদ শাহতলী। পত্রিকাটির ৯ ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবার খবর সম্পাদক আবদুল গাফফার।
এদিকে, বিগত অর্ধশতাব্দীরও বেশি সময় আধ্যাত্মিক ময়দানে বিশেষ অবদান রাখায় পীরছাহেব শাহতলী হাফিযাহুল্লাহকে সম্মাননা পদক প্রদান করায় সবার খবর কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় লেখক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জামিয়া খানকায়ে বাশারিয়া গাজীপুরের মজলিসে শুরার সদস্য মাওলানা রুহুল আমীন নগরী।
সবার খবর সেরা সম্মাননা পেলেন পীরছাহেব শাহতলী
-
মোঃ আরিফুল ইসলাম মুরাদ
- আপডেট সময় ০৪:০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- ৫৪৩ বার পড়া হয়েছে