নতুন পানিতে সফর এবার… এ শ্লোগানকে সামনে রেখে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক যুগান্তরের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
যুগান্তরের রজত জয়ন্তী উৎসব উপলক্ষে (ভার্চুয়ালি) শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক খবরপত্রর প্রকাশক ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক ও দৈনিক খবরপত্রর প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা ও দৈনিক খবরপত্রর সম্পাদক ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম আকাশ।
বিশেষ এ দিনটি উপলক্ষে বোরহানউদ্দিন প্রেসক্লাবে মঙ্গলবার বিকাল ৫ টায় কোরআন তেলোয়াত ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ।
পরে যুগান্তরের দীর্ঘ ২৫ বছরের বর্ণাঢ্য সংগ্রামী পথচলা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও যুগান্তর স্বজন সমাবেশের সদস্য সচীব নীল রতন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বজন সমাবেশের আহবায়ক বিল্টু চন্দ্র দাস ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুগান্তরের বর্ণাঢ্য ও সংগ্রামী পথচলা নিয়ে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি ) মোঃ মেহেদি হাসান, অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, শাহাবাজপুর প্রেস ক্লাবের সভাপতি মো মনির হোসেন হাওলাদার, বোরহানউদ্দিন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি ফয়সাল উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল পোষ্টের বিশেষ সংবাদদাতা ও দৈনিক হিরন্ময় প্রতিনিধি ইউসুফ হোসেন অনিক, আমাদের মাতৃভূমি প্রতিনিধি রিয়াজ ফরাজী, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম আকাশ, কালবেলা প্রতিনিধি এইচ এ শরীফ, দৈনিক কলমের কন্ঠ প্রতিনিধি মোঃ নূরনবী, উপজেলা ছাত্রদলের সম্পাদক তানজিল হাওলাদার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।