ভারতের দিল্লির তিহার জেলের একটি সেলের একটি ভিডিও ফাঁস হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি নেতা দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে এক ব্যক্তি ম্যাসেজ করে দিচ্ছেন। যিনি ম্যাসেজ করে দিচ্ছেন তিনি আবার ধর্ষণের অভিযুক্ত আসামি।
এনডিটিভির রিপোর্ট বলছে, তিনদিনের ম্যাসাজ করার ভিডিও রয়েছে। যাকে দিয়ে সত্যেন্দ্র ম্যাসাজ করাচ্ছেন, সেই ব্যক্তির বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি মন্ত্রী সত্যেন্দ্রর হাত, পা, আঙুল, মাথা সবই ম্যাসাজ করে দিচ্ছেন। সত্যেন্দ্রও আরামে শুয়ে আছেন এবং ম্যাসাজ করাচ্ছেন।
ভিডিও ফাঁস হওয়ার পর দিল্লির আম আদমি পার্টির বিরুদ্ধে নতুন উদ্যমে আওয়াজ তুলেছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ক্ষমাও চাইতে বলছে বিজেপি।
আম আদমি পার্টির দাবি চিকিৎসকই ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন সত্যেন্দ্র জৈনকে।
বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা এ প্রসঙ্গে টুইট করেন, যাকে থেরাপিস্ট হিসাবে দেখানো হচ্ছিল, তিনি কোনো থেরাপিস্ট নন! তিনি আসলে এক জন রেপিস্ট। ওর নাম রিঙ্কু। ওর বিরুদ্ধে পকসো এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা চলছে। কেন এক জন রেপিস্টকে থেরাপিস্ট বলে চালানোর চেষ্টা করা হচ্ছে? কেজরিওয়ালকে এর জবাব দিতে হবে। এই দাবির মধ্যে দিয়ে উনি থেরাপিস্টদের অপমান করেছেন।