রংপুর সিটি কর্পোরেশন এলাকায় রাতের আঁধারে বেরোবি ২য় গেটে সহ বিভিন্ন বাসস্ট্যান্ডে, ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সিজেডএম জিনিয়াস অ্যালামনাই।
শনিবার (১৪ই ডিসেম্বর) রাত ১০ হতে গভীর রাত রংপুর শহরের বিভিন্ন এলাকায় এসব কম্বল সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দেও সিজেডএম জিনিয়াস অ্যালামনাই এর সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন রংপুর উত্তরবঙ্গের অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের নিকট গিয়ে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হয়েছেন সিজেডএম জিনিয়াস অ্যালামনাই এর সদস্যরা। কনকনে শীতের মধ্যে হঠাৎ করে শীতবস্ত্র নিয়ে হাজির তাই দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
প্রচন্ড শীতে রংপুর সহ উত্তরবঙ্গের মানুষ কষ্ট পাচ্ছে। এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এভাবেই সিজেডএম জিনিয়াস অ্যালামনাই পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।