জনমনে বিরূপ ধারণার সৃষ্টি হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে জানিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, জনগণের ক্ষতি কিংবা জনমনে বিরূপ ধারণার সৃষ্টি হয় এই ধরনের সকল কর্মকান্ড থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে।
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, মাদারীপুর শহরের ইটেরপুল বাজার ও মোস্তফাপুর বাজারসহ বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর যৌথ লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচী পালন করা হয়।
যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন বলেন, নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য বিএনপির ১৮ বছরের ত্যাগের সাথে বেইমানি করা যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ত্যাগের ইতিহাস বিরল। মনে রাখতে হবে, বিএনপি গণমানুষের দল, কেউ অন্যায়- অনিয়ম, দলীয় শৃঙ্খলাভঙ্গ করলে পার পাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনার বাইরে যাওয়া যাবে না। তিনি নিরাপদ ও কল্যাণ রাষ্ট্র গঠনে বিরামহীন কাজ করে যাচ্ছেন।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আবদুল মোনায়েম মুন্না বলেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ ভোট দিতে মুখিয়ে আছে। গত ১৬ বছর মানুষ ভোট দিতে পারে নাই। ভোটের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা বিনা ভোট, রাতের ভোট, ডামি- স্বামী মার্কা সার্কাসের আয়োজন করেছিল। ২৪’র গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়েছে তাই এখন গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন জরুরি। একটা রাষ্ট্রের টেকসই গণতন্ত্র ও ধারাবাহিক উন্নয়নের জন্য সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের বিকল্প নাই।
এসময় যুবদলের সাবেক সমাজকল্যাণ সম্পাদক আজহারুল ইসলাম মিলন, সাবেক পাঠাগার সম্পাদক খন্দকার মাইনুদ্দিন খোকন, সাবেক সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান, সাবেক সদস্য হুমায়ুন আহমেদ শিপনসহ মাদারীপুর জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।