চট্টগ্রামের রাউজানে আদালতের আদেশকে অমান্য করে নিজাম উদ্দিন হায়দার নামক এক ব্যক্তির বিচারাধীন একটি জমি থেকে অন্যায়ভাবে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকায় কতিপয় প্রভাবশালীদের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন একই থানার খানখানাবাদ এলাকার কবির সূফীর বাড়ির মো. সুমন ও তার ৩ ভাই।
এ বিষয়ে এর আগে ভুক্তভোগী নিজাম উদ্দিন হায়দার গত ১৭/০৯/২০২৪ইং তারিখে আদালতে একটি মামলা দায়ের করেন। মহামান্য আদালত বিষয়টি আমলে নিয়ে উক্ত জমিতে ১৪৫ ধারা জারিপূর্বক কোন প্রকারের পরিবর্তন পরিবর্ধন করা যাবে না মর্মে নির্দেশ দেন।
তবুও তারা আইন আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্যায়ভাবে মাটি কাটছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা
মামলা সূত্রে জানা যায়, ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (উত্তর) মামলাটি চলমান। মামলা করা হয় গত ১৭/৯/২৪ইং তারিখে। যার মিস মামলা নম্বর ৮০০/২৪ইং ও স্বারক নম্বর ৯৭১/২৪। তবে মাননীয় আদালতে বিচার প্রক্রিয়াধীন থাকা অবস্থায় উক্ত জায়গার সমস্ত কার্যক্রম স্থগিত রাখার শর্ত দেন।
ভুক্তভোগী নিজাম উদ্দিন হায়দার বলেন, সন্ত্রাসী এনে আমার জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে তারা। জমিটি চাষাবাদ করার মত অবস্থায়ও নেই। এই জমি দখলে নিতে দিনের পর দিন সন্ত্রাসী দিয়ে আমাকে প্রাণের মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। এমনকি জমি দখলে নিতে বাড়ির মহিলাদেরও নির্যাতন করে তারা। তাদের ভয়ে আমরা মুখ খুলতে পারছি না। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে আমরা পরে রাউজান থানায় গিয়ে ওসিকে জানালে সুমনকে ডেকে নিষেধাজ্ঞা করেছিল থানাকেও বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তার কাজ সে চালিয়ে গেছে এলাকার চেয়ারম্যান কেও জানানো হয়েছে
যে কোন সময় আমাদের উপর বড় ধরণের আক্রমন হতে পারে। বহুবার আমাদের জানে মেরে ফেলারও হুমকি দিয়েছে সুমন ও তার তিন ভাই। আমরা প্রশাসনের কাছে তদন্তপূর্বক বিষয়টির সুষ্ঠু বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মো. সুমনের মুঠোফোনে কল করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তার দাবী তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। যদিও তিনি বিস্তারিত কিছু না বলে পরে কথা বলবেন বলে কলটি রেখে দেয়
এদিকে জমিটি তদন্তপূর্বক দ্রুত প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা মনে করছেন, দীর্ঘ সময়ের বিচার পক্রিয়ার কারণে যে কোন সময় উভয়পক্ষের মধ্যে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘাত। এমনকি প্রানহানিও ঘটতে পারে বলে আশংকা তাদের। তাই দ্রুত বিচার পক্রিয়া শেষে মামলাটি নিষ্পত্তি করে মালিক বরাবর জমি হস্তান্তরের দাবী স্থানীয় এলাকাবাসীসহ সচেতন মহলের।
আরো কয়েকজন এলাকাবাসী থেকে জানা যায় সুমন ও তার তিন ভাই নানা সময় নিজাম উদ্দিন এর জমিতে হানা দেয় দিনে দুপুরে মাটি কেটে নিয়ে চলে যায় এবং কিছু বললেই সন্ত্রাসী নিয়ে আক্রমণ করে এলাকাবাসী তাকে আইনের আওতায় আনার অনুরোধ জানায়।