কুমিল্লার পল্লী বিদ্যুৎ সমিতি -১ মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ জোনাল অফিসে সাব- ষ্টেশন থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরির সময় চোর কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
উক্ত ঘটনায় কোম্পানিগঞ্জ জোনাল অফিসের ইমতিয়াজ মোহাম্মদ জাহিদ সহকারী জেনারেল ম্যানেজার বাদী হয়ে থানায় অভিযোগ দায় করেছে।
গতকাল সোমবার (২ ডিসেম্বর ) সকালে গকুলনগর গ্রামের নেয়ামত বাড়ীর কনু মিয়ার ছেলে সৈকত (৪৫)কোম্পানিগঞ্জ জোনাল অফিসের সাব- ষ্টেশনের বিতরে মিটার সংগযোগের সার্ভিস ড্রপ কয়েল করে রাখা তার চুরি করার সময়,সাব-ষ্টেশনে কর্মরত অবস্থায় লাইন ম্যান আশিক (গ্রেড ২) সি সি ক্যামেরায় ফুটেজে দেখে চোর চোর দাওয়া দিলে চোর সৈকত কে অটক করে এলাকা বাসী। তখন চোরের সঙ্গী ভ্যান নিয়ে পালিয়ে যায়। থানায় অভিযোগ করলে পুলিশ এসে চোরকে নিয়ে যায়। সহকারী জেনারেল ম্যানেজার ( ও এন্ড এম) ইমতিয়াজ মোহাম্মদ জাহিদ বলেন খবর পাওয়ার সাথে সাথে গিয়ে চোর কে দেখে থানায় অভিযোগ করি, এস আই কামাল আসলে, তাকে আইনে হাতে তুলে দেই। এ বিষয়ে, কোম্পানিগঞ্জ জোনাল অফিসের এ কে এম আজাদ ( ডি, জি, এম,) বলেন, লাইনম্যান,ও এলাকাবাসী সহযোগিতায় চোর কে ধরে,অভিযোগ করে আইনের হাতে সোপর্দ করেছি।সেখানে তার জিজ্ঞাসাবাদে চোরের সহযোগী কে পুলিশের মাধ্যমে আনার জন্য আহবান জানাচ্ছি।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি- ১ কোম্পানিগঞ্জ জোনাল অফিসে চুরির সময় চোর আটক “
- মিজানুর রহমান কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি "
- আপডেট সময় ১১:৩৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- ৫১৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ