খুলনা-৬ আসনের সাবেক সাংসদ রাশেদুজ্জামান মোড়লকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থেকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। র্যাব -৮ এর সহকারী পরিচালক অমিত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে বুধবার (১৬ অক্টোবর) ভোর পাঁচটার দিকে র্যাব-৬ ও র্যাব-৮ যৌথ অভিযান পরিচালনা করে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। সাবেক এমপি রাশেদুজ্জামানের বিরুদ্ধে খুলনা পাইকগাছা থানায় ৫ আগষ্ট পরবর্তীতে বিষ্ফোরকসহ ৩টি মামলা রয়েছে। গ্রেফতারের পর পরই তাকে খুলনা নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা।