বাংলাদেশ আমার অহংকার’-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ০৬/১০/২০২৪ তারিখ আনুমানিক রাত ১২.৪০ ঘটিকার সময় র্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় ধৃত আসামীর বসতবাড়ী তল্লাশী করে ১০৬৫ বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোছাঃ জরিনা বেগম (৪২), স্বামী-মৃত হাসান আলী, ২। মোঃ আসাদুজ্জামান (৪০), পিতা-মৃত জমশেদ আলী সর্ব গ্রাম-ঢাকাইয়াটারী, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট এবং ০৫/১০/২৪ তারিখ রাত আনুমানিক ২০.৪০ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন জামালপুর গ্রাম হতে ৯৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ ফয়জার রহমান (৪৪), পিতা-মৃত ইরফান আলী, গ্রাম-জামালপুর ছারকুড়ি, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর এবং ০৬/১০/২৪ তারিখ আনুমানিক দুপুর ১৩.৪৫ ঘটিকায় গাইবান্ধা জেলার সদর থানাধীন কুঠিপাড়া এলাকায় ধৃত আসামীর বসতবাড়ী তল্লাশী করে ১৪৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোছাঃ মীম (২০), পিতা-মোঃ মুনজুর রহমান, গ্রাম-কুঠিপাড়া বাশবাড়ি, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধাদেরকে গ্রেফতার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।