কুমিল্লা গত ৩/১২/২০২৪ইং তারিখে রাত ৭.৩০ ঘটিকার সময় কোতোয়ালি মডেল থানার চকবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিনের নেতৃত্বে এসআই (নি:) মীর সিরাজুল ইসলাম, এএসআই (নি:)/মো: ইলিয়াস এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন, ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের
শাহপুর পূর্বপাড়া মোহাম্মদ শহীদ মিয়ার বসত ঘরে পৌঁছে আশেপাশে উপস্থিত জনতার সম্মুখে উক্ত বসতবাড়ির ভিতরে তল্লাশি করে ৮৪ বোতল বিদেশী মদ,৪৮ বোতল ফেনসিডিল, ৯৩ বোতল স্কাপসিরাপ,৭৯ বোতল বিয়ার,৭৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০,৮২,০৭০ টাকা সহ
১.কুমিল্লা, কোতোয়ালি থানার সাহপুর গ্রামের, মৃত আবিদ আলীর ছেলে, মোঃ আব্দুস সাত্তার
২.কুমিল্লা-সদর দক্ষিণ মডেল,থানার লালমাই দক্ষিণ কাছার গ্রামের, আব্দুল হাই এর ছেলে, মোঃ পারভেজকে, গ্রেফতার করা হয়।
যানাযায় আসামিরা কুমিল্লা সহ সারাদেশে, গাজা,ইয়াবা,ফেনসিডিল, বিয়ার, হুইস্কি, স্কাপ সিরাপ সহ সরকার নিষিদ্ধ পন্য সামগ্রিই পাইকারী ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে
উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানায় মামলা নং- ০৮,তারিখ- ০৮/১২/২০২৪ ইং মূলে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০ (ক)/১৪(গ)/২৪(খ)/২৬/৪১ধারায় মামলা দায়ের করা হয়।