রংপুর নগরীর পূর্ব দেওডোবা হাজিপাড়ায় রংপুর সদর সাব-রেজিঃ অফিসের দলিল লেখক ও জমি ক্রয়- বিক্রয়কারী জুলফাত ও তার ছেলে নাসিরের উপর পূর্ব শত্রু তার জের ধরে সন্ত্রাসী হামলায় শিকার হয়েছে। গুরুত্ব আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
মামলার এজাহানের কপি থেকে জানা যায়,রংপুর নগরীর ১৪ নং ওয়ার্ডের পূর্ব দেওডোবা হাজিপাড়ার মৃত জফুর সরকারের ছেলে দলিল লেখক জুলফাত আলীর কাছে ৫,০০০০০ (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করেন,মোঃ সহিদার রহমান ও তার লোকজন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা দলবদ্ধ হয়ে বাসার সামনে এসে অকাট্য ভাষায় গালিগালাজ করেন, গালিগালাজের একপর্যায়ে সহিদার রহমান ও তার লোকজন দেশি- অস্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে, পরে স্হানীয় লোকজন গুরুত্ব আহত অবস্থায় জুলফাত আলী ও তার ছেলে নাসিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
অভিযুক্ত সহিদার রহমান বলেন, দু’পক্ষের মাঝে দীর্ঘদিন থেকে পারিবারিক সমস্যা আছে তবে তারা যে অভিযোগ করছে মিথ্যা দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে তবে কি ভাবে কি হয়েছে জানা তা আমি জানিনা।
কোতোয়ালি থানার এস আই তাপন কুমার বলেন, আমরা ৯৯৯ লাইনের তথ্য অনুযায়ী ঘটনা স্থানে গিয়েছিলাম, অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।