রংপুর জেলার মিঠাপুকুর থানার ১নং খোরাগাছ ইউনিয়নের উত্তর পাড়ামৌজার শ্যামপুরগামী পাকা রাস্তার উপর।গত ০৫-১০-২০২৪ তারিখ রাত ১১:০৫ ঘটিকায় রংপুর জেলাধীন মিঠাপুকুর উপজেলার খোঁড়াগাছ ইউনিয়নের উত্তরপাড়া মৌজার পদাগঞ্জ বাজারস্থ শ্যামপুর রোডের শেখ সাদী হার্ডওয়্যার দোকানের সামনে থেকে মিঠাপুকুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর হেফাজতে থাকা ৭৪ বোতল চোলাইমদ উদ্ধার সহ নিম্নোক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেফতারকৃত মোঃ জামাল হোসেন (৩৮), পিতা- হুজুর আলী, ঠিকানাঃ সাং- জয়রাম, থানা- সদর কোতয়ালী, জেলা- রংপুর। সে দীর্ঘদিন থেকে চোলাই মদ বিক্রি করে আসছে।
মিঠাপুকুর থানা পুলিশের বরাতে জানা যায়,বর্ণিত মাদক ব্যবসায়ী একটি লাইসেন্স বিহীন মোটরসাইকেল নিয়ে জেলার বদরগঞ্জ থানার নাগেরহাট থেকে মিঠাপুকুরের পদাগঞ্জ বাজার আসার সময় মিঠাপুকুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের এনার্জি ড্রিংকস বোতলে থাকা ৭৪ বোতল চোলাইমদ উদ্ধার সহ বর্ণিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহীদ নিশ্চিত করেন,উক্ত বিষয়ে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যার নম্বর- ১৬, তারিখ- ০৬-১০-২০২৪ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর৩৬(১)সারনির২৪(ক)/৩৮ আমাদের চলমান এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।