রংপুর জেলার মিঠাপুকুর থানার ৬ নং কাফ্রিখাল ইউনিয়নের পিরোজপুর কালীমন্দিরের সামন থেকে মিঠাপুকুর থানা পুলিশের চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসআই (নিঃ) মোঃ আনিছুর রহমান, সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) রামকৃষ্ণ চন্দ্র মোদক, এএসআই মোঃ শহিদুল্লাহ কায়সার, কং/১০৮৭ মোঃ ফরিদুল ইসলাম, কং/১২৬০ মোঃ বোরহান উদ্দিন, নারী কং/৪২৬ মোছাঃ পপি খাতুন সকলের মিঠাপুকুর থানা কর্মরত।
ঘটনার বিবরণে জানা যায়,কাফ্রিখাল ইউপির পিরোজপুর কালি মন্দিরের সামনে পাকা রাস্তার উপর এ্যালকোহল জাতীয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে কতিপয় কিছু মাদক ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল হতে ০১টি কার্টুনে ১০টি সর্বমোট ৭০ (সত্তুর) টি এ্যালকোহল জাতীয় মাদকদ্রব্য কাঁচের বোতল, প্রতিটি বোতলে কাগজের লেবেলে ইংরেজীতে HOMOEOPATHIC POTENCY MEDICINE, CHINA এর ৩৬(১) সাবলিFFICINALS-30, Alcohol 90% v/v লেখা আছে, প্রতিটি বোতলের ওজন ১০০এমএল করিয়া উদ্ধারপূর্বক ০১ (এক ) জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ী মোছাঃ বিজলী বেগম (২৬) স্বামী-তোজাম্মেল হক, ঠিকানা- সাং- খোর্দ্দ মহদীপুর, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর ও মোছাঃ ফরিদা বেগম (৩০) স্বামী-আবু মিয়া, সাং-খোর্দ্দ মহদীপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর ঘটনা স্থল হতে সুকৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার্স ইন চার্জ নিশ্চিত করেন, বর্ণিত আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় যাহার নং- ০৪, তারিখ- ০২-১০-২০২৪ খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১)সারনির২৪ (খ)/৪১মূলে অপর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা মাদকদ্রব্য মুক্ত একটি দেশ উপহার দিতে চাই।আমাদের নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।