ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধরিত্রী প্রোপার্টিজের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ অঢেল অবৈধ সম্পদের মালিক বিআরটিএ মোটরযান পরিদর্শক নাসিম হায়দার চাঁদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাসহ ৫ শিক্ষার্থীকে শাস্তি কুয়েটের প্রো-ভিসি শেখ শরীফুল আলমের দায়িত্ব গ্রহণ বোরহানউদ্দিনে স্বপ্নকুড়িঁ আধুনিক শিশু শিক্ষালয় স্কুলে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নাটোর রানী ভবানী সরকারি মহিলা কলেজের ছাত্রীরা মাদকাসক্ত কোন ছেলেকে বিবাহ করবে না ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৯ নতুন রোগী রংপুরে দলিল লেখক এর উপর হামলা বাবা ছেলে হাসপাতালে ভর্তি ভোলায় জনস্বাস্থ্য উপ-সহকারীর বিরুদ্ধে ঠিকাদারদের সংবাদ সম্মেলন রাহুল–প্রিয়াঙ্কাকে সহিংসতাগ্রস্ত সাম্ভালে যেতে দিল না পুলিশ

ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, সেনাবাহিনী গ্রেফতার করল চারজনকে

রাজবাড়ীর গোয়ালন্দে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দেওয়ানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: দেওয়ানপাড়া এলাকার বাবুল শেখের ছেলে সোহেল শেখ, মৃত আলিমুদ্দিন খানের ছেলে জামাল খান এবং জামাল খানের দুই ছেলে সানি ও মাজিদ।

রাজবাড়ী সদর সেনা ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন মো. এনামুল হাসান জানান, শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর সেনা ক্যাম্পে ওবাইদুর সরদার নামে এক ব্যবসায়ী গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া এলাকার মোহাম্মদ ফারুক দেওয়ান, রাজু শিকদার, সোহেল শেখ, জামাল খান ও বাবলু শেখের বিরুদ্ধে তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আহমেদ ট্রেডার্সে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ করেন। অভিযোগ অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর অভিযুক্তরা ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তির সাথে মিলে প্রায় ৬০ হাজার টাকার পণ্য এবং নগদ ৮১ হাজার টাকা লুট করে এবং তার দোকানে ভাঙচুর চালায়।

এ অভিযোগের গুরুত্ব বিবেচনায় রেখে সেনা কর্তৃপক্ষ দ্রুত একটি পরিকল্পিত অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর রোববার রাত দেড়টার দিকে রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের সেনা সদস্যদের একটি দল দেওয়ানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সোহেল শেখ ও জামাল খানকে গ্রেফতার করে। এসময় অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করায় জামাল খানের দুই ছেলে সানি এবং মাজিদকেও গ্রেফতার করা হয়। পরে গোয়ালন্দ ঘাট থানাকে অবহিত করা হলে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। এসময় সকল অভিযুক্তকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ওবাইদুর সরদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার চারজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধরিত্রী প্রোপার্টিজের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, সেনাবাহিনী গ্রেফতার করল চারজনকে

আপডেট সময় ০৪:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দেওয়ানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন: দেওয়ানপাড়া এলাকার বাবুল শেখের ছেলে সোহেল শেখ, মৃত আলিমুদ্দিন খানের ছেলে জামাল খান এবং জামাল খানের দুই ছেলে সানি ও মাজিদ।

রাজবাড়ী সদর সেনা ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন মো. এনামুল হাসান জানান, শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর সেনা ক্যাম্পে ওবাইদুর সরদার নামে এক ব্যবসায়ী গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া এলাকার মোহাম্মদ ফারুক দেওয়ান, রাজু শিকদার, সোহেল শেখ, জামাল খান ও বাবলু শেখের বিরুদ্ধে তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আহমেদ ট্রেডার্সে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ করেন। অভিযোগ অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর অভিযুক্তরা ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তির সাথে মিলে প্রায় ৬০ হাজার টাকার পণ্য এবং নগদ ৮১ হাজার টাকা লুট করে এবং তার দোকানে ভাঙচুর চালায়।

এ অভিযোগের গুরুত্ব বিবেচনায় রেখে সেনা কর্তৃপক্ষ দ্রুত একটি পরিকল্পিত অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর রোববার রাত দেড়টার দিকে রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের সেনা সদস্যদের একটি দল দেওয়ানপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সোহেল শেখ ও জামাল খানকে গ্রেফতার করে। এসময় অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করায় জামাল খানের দুই ছেলে সানি এবং মাজিদকেও গ্রেফতার করা হয়। পরে গোয়ালন্দ ঘাট থানাকে অবহিত করা হলে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে। এসময় সকল অভিযুক্তকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ওবাইদুর সরদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার চারজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।