ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মীর সাব্বিরকে ‘ঢোঁড়া সাপ’ থেকে সাবধান থাকতে বললেন ওমর সানী

কয়েক দিন ধরেই নেট মাধ্যমে ভাইরাল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের একটি ভিডিও। যেখানে উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’।

গত ১১ নভেম্বর মিসেস ইউনিভার্সের মঞ্চে উপস্থাপিকা ইসরাত পায়েলকে মজা করেই কথাগুলো বলেছেন মীর সাব্বির। কিন্তু বিষয়টি সে সময় মঞ্চে উপভোগ করলেও পরবর্তীতে এ নিয়ে ক্ষিপ্ত হন পায়েল। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন তিনি। এই ঘটনায় মীর সাব্বিরকে ক্ষমাও চাইতে বলেন। পরে বিষয়টি নিয়ে নিজের বক্তব্যও স্পষ্ট করেন মীর সাব্বির।

ওমর সানীর পোস্ট
ওমর সানীর পোস্ট

এবার এই ইস্যুতে মীর সাব্বিবের পক্ষ নিলেন ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।

রবিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘মীর সাব্বির আমার দেশি ছোট ভাই, তোমার কোন দোষ না। ভাইরালের শিকার তুমি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর সাব্বিরকে ‘ঢোঁড়া সাপ’ থেকে সাবধান থাকতে বললেন ওমর সানী

আপডেট সময় ০৩:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

কয়েক দিন ধরেই নেট মাধ্যমে ভাইরাল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের একটি ভিডিও। যেখানে উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’।

গত ১১ নভেম্বর মিসেস ইউনিভার্সের মঞ্চে উপস্থাপিকা ইসরাত পায়েলকে মজা করেই কথাগুলো বলেছেন মীর সাব্বির। কিন্তু বিষয়টি সে সময় মঞ্চে উপভোগ করলেও পরবর্তীতে এ নিয়ে ক্ষিপ্ত হন পায়েল। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন তিনি। এই ঘটনায় মীর সাব্বিরকে ক্ষমাও চাইতে বলেন। পরে বিষয়টি নিয়ে নিজের বক্তব্যও স্পষ্ট করেন মীর সাব্বির।

ওমর সানীর পোস্ট
ওমর সানীর পোস্ট

এবার এই ইস্যুতে মীর সাব্বিবের পক্ষ নিলেন ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।

রবিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘মীর সাব্বির আমার দেশি ছোট ভাই, তোমার কোন দোষ না। ভাইরালের শিকার তুমি।’