মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবলের থাবায় ধ্বংস করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুন সমাজের প্রতি।
র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৬/০৯/২০২৪ তারিখ আনুমানিক রাত ০২.৪৫ ঘটিকার সময় র্যাব-১৩, সিপিসি-০১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে একটি ট্রাক তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ১৯৮ বোতল ফেনসিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ী, ১। মোঃ শরিফুল ইসলাম (৩৯)(ট্রাক ড্রাইভার), পিতা-মোঃ মোশারফ হোসেন, গ্রাম-গোরদোহা, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া, ২। মোঃ বুলবুল হোসেন (৩৩), পিতা-মোঃ জালাল উদ্দিন, গ্রাম-যাদুরানী নন্দগাঁও, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও, ৩। মোঃ শুভ রহমান (৪৯), পিতা-বাবুল রহমান গ্রাম-দড়িতাল্লুক, থানা-সদর, জেলা-পটুয়াখালীদেরকে গ্রেফতার করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।