সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের অভিযানে গোদাগাড়ীতে দু’কেজি হেরোইনসহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সিএবি মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, নাটোর জেলার সিংড়া উপজেলার চকগোপাল এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪২)।
বুধবার সকালে, র্যাব চাঁপাইনবাবগঞ্জের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব। বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের বিশেষ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, গোদাগাড়ী থানা এলাকায় একজন ব্যক্তি সন্দেহ জনক ঘোড়াফেরা করছে। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু তাকে হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।
র্যাব গ্রেফতারকৃত ব্যাপারে জানান, গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী হিসেবে সরবরাহ করতো। গ্রেফতারকৃতের বাড়ী নাটোর জেলায় হলেও প্রায়ই সে গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করত।
এ ব্যপারে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান র্যাব কমান্ডার।