জামালপুর মেলান্দহে মক্কা-মদিনা কেমিক্যাল কোম্পানিতে চলছে বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স ব্যতিত পণ্য উৎপাদন। এতে পণ্যের গুণগণমান নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের তেমন কোন তদারকি নেই। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, মোড়কজাতকরণ ও বিপণনের কাজ সঠিক ভাবে হচ্ছে না। মোড়কজাত ছাড়াই বাজারে পণ্য বিকিকিনি করছেন। এতে সরকার রাজস্ব বঞ্চিত হওয়ার পাশাপাশি গ্রাহকও ঠকানো হচ্ছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, মরিচ, হলুদের গুঁড়া মোড়কজাতের সময়ে বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়াই চলছে বাজারজাতকরন। এছাড়াও অন্যান্য পণ্য অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা হচ্ছে। মরিচ ও হলুদের গুঁড়ার সাথে বিভিন্ন কেমিক্যাল ও রং মিশিয়ে চলছে তাদের কার্যক্রম। তাদের অন্যান্য পন্যে রয়েছে ভেজালের উর্ধ্বে । যা নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও খুচরা ক্রেতারা অসন্তোষ প্রকাশ করে। জানা যায়, চলতি অর্থবছরের জুনে ইনকাম ট্যাক্স দিলেও, গত বছর গুলোতে সরকারের রাজস্ব খাতকে ফাঁকি দিয়ে চলছিলো তাদের উৎপাদন ও বিক্রি।
এবিষয়ে কোম্পানির মালিক মোঃ বোরহানউদ্দিন সত্যতা প্রকাশ করে বলেন, হলুদ ও মরিচের বিএসটিআই অনুমোদন না থাকলেও অতি দ্রুত অনুমোদন নিবো।
জামালপুরের ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ আরিফুল ইসলাম জানান, এবিষয়ে আমরা আপনাদের মাধ্যমে জানতে পেয়েছি। ঐ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।