চাঁপাইনবাবগঞ্জে র্যাবের র্যাব ক্যাম্পের অভিযানে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও একটি পিকআপ এক মাদক কারবারি আটক করেছে র্যাব-৫ এর একটি অভিযানিক দল। (১৮ আগস্ট) রবিবার বিকালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বুজরুক রাজারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চন্দ্রীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ সুমন আলী (৩৫)। রবিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব।
র্যাব জানায়, আকটকৃত এলাকার একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। পেশায় গাড়ী চালক হলেও গাড়ী চালানোর আড়ালে সে মাদকের ব্যবসা করে আসত। সে নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করতো।
এসময় র্যাব অভিযানের বিষয় জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি চৌকস আভিজানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে সুমন আলীকে গাঁজাসহ পিকআপ জব্দ করতে সক্ষম হন। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।