ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কীভাবে ৩৯ কেজি ওজন কমিয়েছেন রুনা খান?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। বড়পর্দায়ও মাঝে মধ্যে দেখা যায় তাকে। অভিনয় দিয়ে বরাবরই ভক্তদের মাতিয়ে রাখেন এই তারকা। রুনা এবার আলোচনায় নিজের শরীরের ওজন কমিয়ে। ওজন বেড়ে এক সময় ১০৫ কেজিকে ঠেকেন রুনা। সেখান থেকে ৩৯ কেজি কমিয়ে তিনি এখন এসেছেন ৬৬ কেজিতে। রুনার এভাবে ওজন কমানোর বিষয়টিকে ভালোভাবেই নিয়েছেন তার ভক্ত-শুভাকাঙক্ষীরা।

গণমাধ্যমকে রুনা জানান, এক যুগ আগে তার ওজন ছিল ৫৬ কেজি। ২০০৯ সালে তিনি বিয়ের করেন। পরের বছরই সন্তান রাজেশ্বরী পৃথিবীতে আসে। একসময় রুনার ওজন দাঁড়ায় ৯৫ কেজি। সন্তান জন্মের এক বছর পর থেকে ওজন কমানোর মিশনে নামেন রুনা। কিন্তু কোনোভাবেই পারছিলেন না, বরং একপর্যায়ে ওজন আরও বেড়ে হয় ১০৫ কেজিকে গিয়ে ঠেকেন।

রুনা খানের সাম্প্রতিক ছবি, [ফেসবুক থেকে নেওয়া]
সাম্প্রতিক সময়ে রুনা খান (ছবি অভিনেত্রীর ফেসবুক থেকে)

হঠাৎ এভাবে রুনাকে বদলে যেতে দেখলেও নিজের এই পরিবর্তনটা ১০ বছর ধরে হয়েছে বলে জানান তিনি। ওজন কমানোটা অভিনেত্রীর জন্য মোটেই সহজ ছিল না। এজন্য তাকে অনেক ত্যাগ এবং কষ্টও করতে হয়েছে।

রুনা জানান, প্রতিদিন সকালে তিনি দুটি ডিম খেতেন। এরপর যে কোনো ফল। তারপর ব্ল্যাক কফি খেয়ে এক ঘণ্টা হাঁটতেন। দুপুরে এক কাপ ভাত, সঙ্গে এক বাটি ভরা সবজি, বড় এক পিস মাংস অথবা মাছ। বিকেলে মুঠো পরিমাণ বাদাম, ব্ল্যাক কফি ও এক ঘন্টা ইয়োগা। রাতে বড় এক বাটি সবজি, এক পিস মাছ অথবা মুরগি, এক গ্লাস দুধ খেতেন। আর কাজগুলো নিয়মিত করেই সাফল্য পেয়েছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কীভাবে ৩৯ কেজি ওজন কমিয়েছেন রুনা খান?

আপডেট সময় ০১:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। বড়পর্দায়ও মাঝে মধ্যে দেখা যায় তাকে। অভিনয় দিয়ে বরাবরই ভক্তদের মাতিয়ে রাখেন এই তারকা। রুনা এবার আলোচনায় নিজের শরীরের ওজন কমিয়ে। ওজন বেড়ে এক সময় ১০৫ কেজিকে ঠেকেন রুনা। সেখান থেকে ৩৯ কেজি কমিয়ে তিনি এখন এসেছেন ৬৬ কেজিতে। রুনার এভাবে ওজন কমানোর বিষয়টিকে ভালোভাবেই নিয়েছেন তার ভক্ত-শুভাকাঙক্ষীরা।

গণমাধ্যমকে রুনা জানান, এক যুগ আগে তার ওজন ছিল ৫৬ কেজি। ২০০৯ সালে তিনি বিয়ের করেন। পরের বছরই সন্তান রাজেশ্বরী পৃথিবীতে আসে। একসময় রুনার ওজন দাঁড়ায় ৯৫ কেজি। সন্তান জন্মের এক বছর পর থেকে ওজন কমানোর মিশনে নামেন রুনা। কিন্তু কোনোভাবেই পারছিলেন না, বরং একপর্যায়ে ওজন আরও বেড়ে হয় ১০৫ কেজিকে গিয়ে ঠেকেন।

রুনা খানের সাম্প্রতিক ছবি, [ফেসবুক থেকে নেওয়া]
সাম্প্রতিক সময়ে রুনা খান (ছবি অভিনেত্রীর ফেসবুক থেকে)

হঠাৎ এভাবে রুনাকে বদলে যেতে দেখলেও নিজের এই পরিবর্তনটা ১০ বছর ধরে হয়েছে বলে জানান তিনি। ওজন কমানোটা অভিনেত্রীর জন্য মোটেই সহজ ছিল না। এজন্য তাকে অনেক ত্যাগ এবং কষ্টও করতে হয়েছে।

রুনা জানান, প্রতিদিন সকালে তিনি দুটি ডিম খেতেন। এরপর যে কোনো ফল। তারপর ব্ল্যাক কফি খেয়ে এক ঘণ্টা হাঁটতেন। দুপুরে এক কাপ ভাত, সঙ্গে এক বাটি ভরা সবজি, বড় এক পিস মাংস অথবা মাছ। বিকেলে মুঠো পরিমাণ বাদাম, ব্ল্যাক কফি ও এক ঘন্টা ইয়োগা। রাতে বড় এক বাটি সবজি, এক পিস মাছ অথবা মুরগি, এক গ্লাস দুধ খেতেন। আর কাজগুলো নিয়মিত করেই সাফল্য পেয়েছেন তিনি।