বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাত্র কয়েকদিনের মধ্যে পালটেছে দেশের পরিস্থিতি। সাধারণ শিক্ষার্থী ও জনগণের রোষানলে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তার দেশ ছাড়ার খবরে ধীরে ধীরে পালটে যাচ্ছে বিভিন্ন সংস্থা ও সংগঠনের চিত্রও।
এবার পালটে গেল চলচ্চিত্রের আঁতুড়ঘর খ্যাত প্রাঙ্গণ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
মঙ্গলবার সকালে সরকার পতন আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা সব শিল্পী-নির্মাতা-কলাকুশলীরা উপস্থিত হোন বিএফডিসি প্রাঙ্গণে। এদিন অন্য সবার মতোই বিএফডিসি প্রাঙ্গণে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আলোচনায় উঠে আসা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। তিনি বিএফডিসিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন।
এদিন চলচ্চিত্রের আঁতুরঘর গিয়ে সেখানে আগে থেকে উপস্থিত কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবারদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই কিছু বিক্ষুব্ধ জনতা তাকে টানা-হেঁচড়া শুরু করেন। একপর্যায়ে অনেকটা বাধ্য হয়েই সেখান থেকে বের হয়ে যান হিরো আলম।
এ বিষয়ে হিরো আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি তার।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে রোববার ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক নিহতের খবর পাওয়া গেছে।