ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্বে জয় পেয়েছে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ঢাকা পোস্ট। রাজধানীর পল্টনে শহীদ মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টোডিয়ামে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে গ্রুপ পর্বের খেলায় ঢাকা পোস্টের প্রতিপক্ষ ছিল দৈনিক ভোরের ডাক। নির্ধারিত সময়ে তারা মাঠে উপস্থিত না হওয়ায় ম্যাচ রেফারি ঢাকা পোস্টকে বিজয়ী ঘোষণা করেন।
টুর্নামেন্টে ঢাকা পোস্টের হয়ে খেলছেন শফিকুল ইসলাম, জসীম উদ্দীন, মাহফুজুল ইসলাম, আব্দুর রহমান মাসুম, মেহেদি হাসান ডালিম, আমানউল্লাহ আমান ও আদিত্য রিমন। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে আছেন সৈয়দ আমানত আলী ও মুছা মল্লিক।