কুষ্টিয়ার দৌলতপুরে একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাগোয়ান গ্রামের এ দুর্ঘটনায় মৃত হারান বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৩৫) ও একই গ্রামের জিয়ার আলীর ছেলে রাজিব আলী (২৩)।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু বলেন, ‘সেপটিক ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়লে শ্রমিকদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অক্সিজেন সংকটে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ওই এলাকার মোশাররফের বাড়িতে নির্মিত সেপটিক ট্যাংকটি অনেক দিন ধরেই বন্ধ ছিল। শনিবার সকালে লিটন ও রাজিব সেখানে কাজ করতে নামলে জমে থাকা গ্যাসে তাদের মৃত্যু হয়।
দৌলতপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।