ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সন্ত্রাসী হামলার স্বীকার দৈনিক জনবানীর সম্পদকসহ ৪ জন

দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম (শফিক) সহ ৪ জন সাংবাদিক বসুন্ধরা সিটির সামনে সন্ত্রাসী হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন আছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম (শফিক), সাংবাদিক বশির হোসেন খান, আতাউর হেসেনসহ আরো একজন এ হামলার স্বীকার হয়। এ সময় স্থানিয়রা উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হামলার ঘটনায় জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হন। পরে সন্ধ্যা ৬টায় তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত সবাই প্রাথমিক চিকিৎসা নেন। তাদের মধ্যে সম্পাদক শফিকুল ইসলাম গুরুতর আহত।

আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ২০/২২ জনের একটি দুর্বৃত্ত দল রড, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তখন আমরা কিছুই বুঝতে পারছিলাম না। পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলে পড়ে। আমরা তাদের কাউকে চিনতে পারিনি।

এর আগে হামলাকারীরা জনবাণীর পত্রিকার কার্যালয়ে গিয়েছিল জানিয়ে তিনি বলেন, আমরা বসুন্ধরা সিটি সেন্টার থেকে অফিসে যাচ্ছিলাম, অফিস না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খোঁজে বের হয়ে রাস্তায় পেয়ে হামলা চালায়।

পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে জানিয়ে বশির হোসেন খান, হামলাকারীরা প্রথমে আমাদের নাম জিজ্ঞেস করে। এরপর হামলা চালায়। এমনভাবে এসেছিল, মনে হয়েছে দূর থেকে কেউ দেখিয়ে দিয়েছে। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে। সম্পাদককে হত্যার জন্য টার্গেট করে এই হামলা চালানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বাংলা মোটর এলাকায় হামলার ঘটনায় আহত ৪ সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সন্ত্রাসী হামলার স্বীকার দৈনিক জনবানীর সম্পদকসহ ৪ জন

আপডেট সময় ১০:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম (শফিক) সহ ৪ জন সাংবাদিক বসুন্ধরা সিটির সামনে সন্ত্রাসী হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন আছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম (শফিক), সাংবাদিক বশির হোসেন খান, আতাউর হেসেনসহ আরো একজন এ হামলার স্বীকার হয়। এ সময় স্থানিয়রা উদ্ধার করে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হামলার ঘটনায় জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হন। পরে সন্ধ্যা ৬টায় তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত সবাই প্রাথমিক চিকিৎসা নেন। তাদের মধ্যে সম্পাদক শফিকুল ইসলাম গুরুতর আহত।

আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ২০/২২ জনের একটি দুর্বৃত্ত দল রড, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তখন আমরা কিছুই বুঝতে পারছিলাম না। পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলে পড়ে। আমরা তাদের কাউকে চিনতে পারিনি।

এর আগে হামলাকারীরা জনবাণীর পত্রিকার কার্যালয়ে গিয়েছিল জানিয়ে তিনি বলেন, আমরা বসুন্ধরা সিটি সেন্টার থেকে অফিসে যাচ্ছিলাম, অফিস না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খোঁজে বের হয়ে রাস্তায় পেয়ে হামলা চালায়।

পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে জানিয়ে বশির হোসেন খান, হামলাকারীরা প্রথমে আমাদের নাম জিজ্ঞেস করে। এরপর হামলা চালায়। এমনভাবে এসেছিল, মনে হয়েছে দূর থেকে কেউ দেখিয়ে দিয়েছে। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে। সম্পাদককে হত্যার জন্য টার্গেট করে এই হামলা চালানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বাংলা মোটর এলাকায় হামলার ঘটনায় আহত ৪ সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।