গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল ৩টার দিকে ওই মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল গেটে মানববন্ধন ও কলেজ ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন প্রতিবাদী শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, এই মেডিকেল কলেজ হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে চলমান অন্যায়-অবিচার ও অনিয়মের বিরুদ্ধে সরব হওয়ায় ওই দুর্নীতিবাজ চক্রের মদদপুষ্ট কতিপয় বিপথগামী শিক্ষার্থী দ্বারা শতামেক ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শিক্ষার্থী মিজানুর রহমান, ফাহিম হোসেন, আতিকুল্লাহ নকিব, সোহান মাহির লাবিব বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আমীর হোসাইন রাহাত বলেন, ছাত্রদের দুটি পক্ষ থেকে দুটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।